Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেন নিয়ে রাশিয়ার প্রতি ‘নিঃশর্ত সমর্থন’ কিম জং-উনের

Icon

আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৭ এএম

ইউক্রেন নিয়ে রাশিয়ার প্রতি ‘নিঃশর্ত সমর্থন’ কিম জং-উনের

ছবি - সংগৃহীত

ইউক্রেন যুদ্ধে মস্কো যে পদক্ষেপই নিক না কেন, তাতে ‘নিঃশর্ত সমর্থন’ থাকবে উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়া সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে এমনটাই জানিয়েছেন দেশটির নেতা কিম জংউন।


রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে উচ্চপর্যায়ের কৌশলগত আলোচনায় লাভরভকে এ কথা জানান কিম জংউন, বলছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ। তিন দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়ায় রয়েছেন লাভরভ। পিয়ংইয়ং এরই মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার জন্য সেনা ও অস্ত্র সরবরাহ করেছে। সংঘাতের অগ্রগতির সঙ্গে সঙ্গে মস্কোকে আরও সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।


উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলের উপকূলীয় ওনসান শহরে লাভরভের সঙ্গে বৈঠক করেন কিম জংউন। এর পাশাপাশি রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে কৌশলগত বৈঠক করেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুই। গত বছর সই হওয়া একটি অংশীদারত্ব চুক্তির অধীন আরও সহযোগিতার প্রতিশ্রুতি নিয়ে কথা বলেন তাঁরা। এর মধ্যে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও অন্তর্ভুক্ত রয়েছে।


সংশ্লিষ্ট একজন সরকারি কর্মকর্তার বরাতে কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, কিম জংউন আবারও নিশ্চিত করেছেন যে ইউক্রেন সংকট মোকাবিলায় রুশ নেতৃত্বের নেওয়া সব পদক্ষেপকে নিঃশর্ত সমর্থন জানাতে এবং উৎসাহ দিতে উত্তর কোরিয়া প্রস্তুত রয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বার্তা আদানপ্রদানের অ্যাপ টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা গেছে, কিম জংউন ও সের্গেই লাভরভ করমর্দন করছেন। এরপর দুজন পরস্পরকে জড়িয়ে ধরে অভিবাদন জানান।


দুই বছর ধরে ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়া ও উত্তর কোরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কে নাটকীয় নির্ভরশীলতা তৈরি হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক যুদ্ধ শুরু করে রাশিয়া। এরপর মস্কোর প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেন কিম জংউন। রাশিয়ার হয়ে উত্তর কোরিয়ার ১০ হাজারের বেশি সেনা ইউক্রেনে যুদ্ধ করছেন। যুদ্ধ করতে মস্কোকে অস্ত্র দিয়েছে পিয়ংইয়ং।


রাশিয়া ও উত্তর কোরিয়াদুই দেশের ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা রয়েছে। গত বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ায় ঐতিহাসিক সফরে গেলে দেশ দুটি সামরিক চুক্তি সই করে। এতে পারস্পরিক প্রতিরক্ষাসংক্রান্ত শর্তও যুক্ত রয়েছে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন