Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে ডেলিভারি বয় সেজে তরুণীকে ধর্ষণ

Icon

আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০১:৩২ পিএম

ভারতে ডেলিভারি বয় সেজে তরুণীকে ধর্ষণ

ভারতের পুনেতে একটি অভিজাত এলাকায় ২২ বছর বয়সি এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। কুরিয়ার ডেলিভারি বয় সেজে ওই তরুণীর বাসায় ঢুকেছিলেন ধর্ষক। চলে যাওয়ার সময় অভিযুক্ত ব্যক্তি আবারও আসার হুমকি দিয়ে যান।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক ব্যক্তি কুরিয়ার ডেলিভারি বয় সেজে ওই তরুণীর বাসায় প্রবেশ করেন। এরপর তরুণীর কাছে মোবাইলের ওটিপি চান। তরুণী ওটিপি না আসার কথা জানালে, ওই ব্যক্তি বলেন কাগজে সই করতে হবে। একপর্যায়ে তরুণী দরজা খুললে ওই ব্যক্তি তার মুখে কিছু একটা স্প্রে করেন। এতে তরুণী অচেতন হয়ে পড়ার পর তাকে ধর্ষণ করা হয়। এরপর ধর্ষক ওই তরুণীর ফোনে একটি সেলফি তোলেন ও লিখে রেখে যান, আমি আবার আসব।

ডেপুটি কমিশনার অব পুলিশ (জোন ৫) রাজকুমার শিন্ডে জানান, অভিযুক্ত ব্যক্তি দরজায় কুরিয়ার নিয়ে হাজির হন এবং তরুণীর কাছে একটি কলম চান কাগজে সই করার জন্য। তরুণী যখন পেছন ফিরে কলম আনতে যান, তখন ওই ব্যক্তি ঘরের মধ্যে ঢুকে দরজা ভেতর থেকে বন্ধ করে দেন।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, পরবর্তী সময়ে কী ঘটেছে তা মনে করতে পারছেন না ভুক্তভোগী তরুণী। সন্ধ্যা সাড়ে ৮টার দিকে তিনি জ্ঞান ফিরে পান ও আতঙ্কগ্রস্ত অবস্থায় আত্মীয়দের ফোন করেন। আত্মীয়রা পুলিশকে খবর দেন।

তদন্তকারীরা সন্দেহ করছেন, অভিযুক্ত ব্যক্তি কোনো রাসায়নিক স্প্রে বা চেতনানাশক ব্যবহার করে তরুণীকে অচেতন করেছিলেন। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করছে।

পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে ও এলাকার সিসিটিভি ফুটেজে অভিযুক্ত ব্যক্তির মুখ দেখা গেছে বলে জানানো হয়েছে। তাকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন