Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরাক বিমানবন্দরে রকেট হামলায় আহত ২

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ০৬:৩৪ পিএম

ইরাক বিমানবন্দরে রকেট হামলায় আহত ২

ছবি-সংগৃহীত

এবার ইরাকে রকেট হামলা চালানো হয়েছে। দেশটির উত্তরাঞ্চলের কিরকুক বিমানবন্দরে এ হামলা হয়েছে। এতে একাধিক লোক আহত হয়েছেন।

মঙ্গলবার (০১ জুলাই) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির এক সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা জানান, ইরাকের উত্তরের কিরকুক বিমানবন্দরের সামরিক অংশে রোববার রাতে কাতিউষা রকেট হামলা চালানো হয়েছে। এ ঘটনায় দুজন নিরাপত্তা সদস্য আহত হয়েছেন। একই সময়ে আরও একটি রকেট শহরের একটি বাসায় আঘাত হেনেছে।

নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, কিরকুক বিমানবন্দরের সামরিক অংশে দুটি কাতিউষা রকেট আঘাত হেনেছে। এতে দুজন নিরাপত্তা কর্মী সামান্য আহত হয়েছেন। এ সময় ছোড়া একটি রকেট বিস্ফোরিত হয়নি।

তিনি আরও বলেন, আরেকটি রকেট কিরকুক শহরের উরুবা পাড়ায় একটি বাড়িতে আঘাত হেনেছে। এতে বসতবাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কিরকুক বিমানবন্দরের সামরিক অংশে ইরাকি সেনাবাহিনী, ফেডারেল পুলিশ এবং হাশেদ আল-শাবির ঘাঁটি রয়েছে। হাশেদ আল-শাবি হলো সাবেক ইরানপন্থি আধাসামরিক বাহিনীর একটি জোট। গোষ্ঠীটি এখন নিয়মিত সশস্ত্র বাহিনীর সঙ্গে একীভূত হয়েছে।

একটি নিরাপত্তা সূত্র সরকারি সংবাদমাধ্যম আইএনএ নিউজ এজেন্সিকে জানিয়েছে, দুটি রকেট কিরকুক বিমানবন্দরের সামরিক বিমানঘাঁটিতে আঘাত হেনেছে। এরমধ্যে একটি রানওয়ের কাছে পড়েছে এবং অপরটি শহরের একটি বাড়িতে আঘাত করে। তবে এ হামলার ঘটনায় কেউ দায় স্বীকার করেনি।

এর আগে গত সপ্তাহে ইরান-ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা আগে বাগদাদ এবং দক্ষিণ ইরাকের দুটি সামরিক ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলা হয়। সরকার জানিয়েছে, ড্রোন হামলার তদন্ত শুরু হয়েছে। তবে এখনো কোনো দোষীকে চিহ্নিত করা যায়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন