Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মহামারি বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশী ডাক্তার

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ০৪:৩৯ পিএম

যুক্তরাষ্ট্রে মহামারি বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশী ডাক্তার

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ-এ মহামারি বিশেষজ্ঞ হিসেবে যোগদান করেছেন বাংলাদেশি ডাক্তার জাকিয়া জাহান। গতকাল সোমবার (৩০ জুন) তিনি এই পদে যোগদান করেন।

একজন নিবেদিতপ্রাণ জনস্বাস্থ্য পেশাজীবী হিসেবে ডা.জাহান জনস্বাস্থ্য, মাতৃ ও শিশুর স্বাস্থ্য,প্রজনন স্বাস্থ্য,রোগ নজরদারি ও স্বাস্থ্য সমতা প্রতিষ্ঠায় সুদীর্ঘ অভিজ্ঞতা নিয়ে নতুন মিশনে যুক্ত হয়েছেন।

ডা.জাকিয়া জাহান বাংলাদেশের সিলেট নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন।

পরে দ্য জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে মাস্টার অব পাবলিক হেলথ সম্পন্ন করেন এবং রিপ্রোডাকটিভ হেলথ রিসার্চ ইনস্টিটিউট থেকে ফেলোশিপ অর্জন করেন। তিনি শুধু তার কলেজ নয়, সিলেট বিভাগেরও গর্ব হিসেবে পরিচিত। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে তিনি সম্মানজনকভাবে প্রতিনিধিত্ব করছেন।

পেশাগত জীবনে ডা. জাকিয়া জাহান বিশ্ব স্বাস্থ্য সংস্থাতে যোগদান করে বাংলাদেশের সংক্রামক রোগ নজরদারি ও জরুরি প্রতিক্রিয়া কার্যক্রমে ভূমিকা রেখেছেন।

তিনি বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ ও প্রোগ্রাম মূল্যায়নে অবদান রেখেছেন।

এছাড়াও তিনি সেন্টার ফর হিউম্যান ডেভেলপমেন্ট বিডি ইনক, যুক্তরাষ্ট্র জনস্বাস্থ্য সচেতনতা, কমিউনিটি ক্যাপাসিটি বিল্ডিং এবং কর্মসংস্থানমুখী পরামর্শ কার্যক্রমে নেতৃত্ব দেন। তিনি যুক্তরাষ্ট্রে নারীদের হরমোন-ভিত্তিক স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে সক্রিয় ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন