Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে এশিয়ার বৃহত্তম সরস্বতী সুগার মিল প্লাবিত

Icon

আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১১:৫৭ এএম

ভারতে এশিয়ার বৃহত্তম সরস্বতী সুগার মিল প্লাবিত

ছবি - সংগৃহীত

ভারতে অবস্থিত এশিয়ার বৃহত্তম সরস্বতী সুগার মিলে বন্যার পানি প্রবেশ করেছে। দেশটির হরিয়ানা রাজ্যের যমুনানগরে অবস্থিত এই সুগার মিলটি সোমবার রাতের প্রবল বৃষ্টিতে সৃষ্ট প্লাবনে ভেসে গেছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।

এতে সুগার মিলটির গুদামে পানি ঢুকে ৫০ থেকে ৬০ কোটি রুপির চিনি নষ্ট হয়ে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, মোট চিনির প্রায় ৪০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, যমুনানগরের এই গুদামে ২ লাখ ২০ হাজার কুইন্টাল (১ কুইন্টাল =১০০ কেজি) চিনি মজুত ছিল, যার আনুমানিক মূল্য ৯৭ কোটি রুপি। গুদামের কর্মকর্তারা জানান, বৃষ্টির পানির পাশাপাশি কাছাকাছি একটি নর্দমার উপচেপড়া পানি গুদামের ভেতরে প্রবেশ করে এ বন্যার সৃষ্টি হয়েছে।

সরস্বতী সুগার মিলের মহাব্যবস্থাপক রাজীব মিশ্র জানান, পৌর করপোরেশনের একটি ড্রেন গুদামের ঠিক পেছন দিয়ে গেছে। তবে, অবৈধ দখলের কারণে ড্রেনটি বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে বন্যার পানি সরাসরি চিনিকলে প্রবেশ করে।

রাজীব মিশ্র বলেন, ‘গত রাতে প্রচুর বৃষ্টিপাত হয়। আমাদের নিরাপত্তা কর্মীরা মধ্যরাতের দিকে পানি প্রবেশের বিষয়ে আমাদের সতর্ক করেন। অবৈধ দখলের কারণে ড্রেনের পানির স্তর বেড়ে যায়। চিনি অত্যন্ত হাইগ্রোস্কোপিক (পানি শোষণকারী) হওয়ায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা প্রায় ৫০ থেকে ৬০ কোটি রুপির চিনি হারিয়েছি। তবে, পুরো গুদাম স্ক্যান করার পর আমরা সঠিক ক্ষতির পরিমাণ অনুমান করতে পারব।’

সরস্বতী সুগার মিলের ব্যাপক আর্থিক ক্ষতি হলেও রাজীব মিশ্রের মতে, এটি স্থানীয় বাজারে বড় ধরনের প্রভাব ফেলবে না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন