কানাডায় চাকরির সংকট, কর্মসংস্থান মেলায় চাকরির জন্য দীর্ঘ লাইনে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০১:৫৬ পিএম
ছবি-সংগৃহীত
কানাডায় একটি সাধারণ কর্মসংস্থান মেলায় শত শত ভারতীয় ও অন্যান্য বিদেশি শিক্ষার্থীকে চাকরির আশায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সম্প্রতি কানাডা প্রবাসী এক ভারতীয় নারী ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে আবেদনকারীদের এই দীর্ঘ সারি দেখা যায়। ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ওঠে।
শনিবার (২৮ জুন) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভিডিওতে ওই নারী কানাডার বাস্তবতা তুলে ধরেন এবং বলেন, অনেকেই বিদেশে প্রচুর চাকরির সুযোগ ও উন্নত জীবনের আশা করেন, কিন্তু বাস্তবতা অনেকটাই ভিন্ন।
তিনি জানান, যে ইন্টার্নশিপের জন্য মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন, সেখানে মাত্র ৫-৬ জনকে নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, “যদি এই বাস্তবতার জন্য প্রস্তুত থাকেন, তবেই কানাডায় আসা উচিত—না হলে নিজের দেশই ভালো।”
ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল: “বিদেশে জীবন সবসময় স্বপ্নের মতো হয় না। কখনও কখনও এটা কেবল... দীর্ঘ লাইন।”
এই ভিডিওটি কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসংস্থান সংকট এবং বেকারত্বের চিত্র তুলে ধরে সামাজিক মাধ্যমে আলোড়ন তুলেছে।
অনেক ইনস্টাগ্রাম ব্যবহারকারী মন্তব্য করেন, এই ভিডিও প্রথমবারের মতো বাস্তবতা তুলে ধরেছে। কেউ কেউ বলেন, টরন্টোতেও একই অবস্থা—এমনকি ন্যূনতম আয়ের চাকরির জন্যও প্রতিযোগিতা তীব্র।
এই প্রতিবেদনটি বিদেশে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক এবং অভিবাসনের স্বপ্ন দেখাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।



