খামেনিকে হত্যা করতে চেয়েছিলাম, সুযোগ পাইনি: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১২:৩০ পিএম
ছবি- সংগৃহীত
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করার পরিকল্পনা ছিল ইসরায়েলের। ১২ দিনব্যাপী দ্বিপাক্ষিক সংঘাত চলাকালীন এই পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে, খামেনি গোপনে অবস্থান করায় পরিকল্পনাটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
কাৎজ বলেন, যদি তারা খামেনির অবস্থান সুনির্দিষ্টভাবে জানতে পারতেন, তবে "তাকে নিশ্চিহ্ন করে দেওয়া" হতো। তিনি আরও উল্লেখ করেন, এমন অভিযান চালাতে যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন নেই বলে ইসরায়েল মনে করে।
অন্য একাধিক সাক্ষাৎকারেও কাৎজ বলেন, ইরানের আকাশসীমা দখল এবং পরমাণু কিংবা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রতিরোধের বিষয়টিই ছিল ইসরায়েলের মূল লক্ষ্য।
তার ভাষ্যমতে, খামেনি পরিস্থিতির গুরুত্ব বুঝে নিরাপদ বাংকারে আশ্রয় নেন এবং সম্ভবত শীর্ষ সামরিক কমান্ডারদের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন করেছিলেন। তবে, এ দাবির পক্ষে কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি, কারণ সংঘাত চলাকালে খামেনির একাধিক ভিডিও বার্তা প্রকাশিত হয়েছিল।
আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়, খামেনিকে হত্যা করা হলে সংঘাত আরও জটিল আকার ধারণ করত, কারণ তিনি শুধু রাষ্ট্রীয় নেতা নন, বরং বহু শিয়া মুসলমানের কাছে ধর্মীয় পথপ্রদর্শক।
এছাড়া ১৭ জুন, সংঘাতের সময় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে হত্যা করার সম্ভাবনার ইঙ্গিত দেন এক সোশ্যাল মিডিয়া পোস্টে। যদিও পরে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ইরানের শাসনব্যবস্থা পরিবর্তন নয়।
আরএস/



