যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০১:৩০ পিএম
ছবি- সংগৃহীত
ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলার পর প্রথমবারের মতো মুখ খুলেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ‘শাস্তি অব্যাহত থাকবে’। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ হয়েছে।
এক্সে (সাবেক টুইটার) খামেনির পোস্টে উল্লেখ করা হয়, ইসরায়েল গুরুতর অপরাধ করেছে এবং এখন থেকেই শাস্তি পাচ্ছে। তিনি একটি ছবি শেয়ার করেন, যেখানে ইসরায়েলি প্রতীকের ওপর আগুনে ঝলসে যাওয়া খুলির ছবি দেখা গেছে।
প্রসঙ্গত, ১৩ জুন ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক, সামরিক ও আবাসিক এলাকায় হামলা চালায়, যাতে ৪০০ জনেরও বেশি নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীরা। এর জবাবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিস III’ এর আওতায় ২০ দফায় ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
এরপর ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক বার্তায় জানান, আমাদের সফল অপারেশনে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা টার্গেট করা হয়েছে, আর আমাদের সব বিমান নিরাপদে ফিরে এসেছে।
আরএস/



