Logo
Logo
×

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি : চীনের দ্বারস্থ যুক্তরাষ্ট্র

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১১:০৪ এএম

হরমুজ প্রণালি :  চীনের দ্বারস্থ যুক্তরাষ্ট্র

ছবি -সংগৃহীত

হরমুজ প্রণালি বন্ধ না করার জন্য ইরানকে রাজি করাতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে একথা জানিয়েছেন।

এর আগে, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন দেশটির কর্মকর্তারা।

মার্কো রুবিও বলেন, যারা হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, সেই চীনের সরকারকে আমি উৎসাহিত করব তারা যেন এ বিষয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে।

হরমুজ প্রণালি বন্ধ করা ইরানের জন্য আরেকটি ভুল বলে অভিহিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, যা উত্তেজনা বাড়িয়ে দেবে বলে তিনি বর্ণনা করেছেন।

ইরানের জন্য এটি অর্থনৈতিক আত্মহত্যা হবে বলে মন্তব্য করেছেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন