Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের আত্মরক্ষার অধিকারকে সমর্থন পাকিস্তানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৫, ০১:২৯ পিএম

ইরানের আত্মরক্ষার অধিকারকে সমর্থন পাকিস্তানের

ছবি : সংগৃহীত

তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর ৫১তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বিশেষ অধিবেশনে পাকিস্তান ইরানের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের উসকানিমূলক আগ্রাসনের জবাবে জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার ইরানের রয়েছে, এবং পাকিস্তান সেই অধিকারকে পূর্ণ সমর্থন করে।

রোববার প্রকাশিত পাকিস্তানি দৈনিক *দ্য ডন*-এর প্রতিবেদনে বলা হয়, ইসহাক দার ইরানের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, “ইসরায়েলের অন্যায় ও অবৈধ আগ্রাসনের আমরা কঠোরতম ভাষায় নিন্দা জানাই। বেসামরিক এলাকাগুলোতে হামলায় নিরীহ মানুষের প্রাণহানিতে আমরা গভীরভাবে শোকাহত।”

তিনি আরও জানান, ইসরায়েলের হামলার সময় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) ইরানে তাদের নিরীক্ষণ কার্যক্রম চালাচ্ছিল। এ অবস্থায় হামলা চালিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইন, আইএইএর সংবিধি এবং একাধিক প্রস্তাব লঙ্ঘন করেছে।

ইসহাক দার সতর্ক করে বলেন, “এই ধরনের হামলা একটি বিপজ্জনক নজির স্থাপন করছে, যা শুধু এই অঞ্চলের নয়, বরং গোটা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি।”

পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়, কেবল সংহতি প্রকাশ নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনা, যাতে ভবিষ্যতে এমন বেপরোয়া আগ্রাসন বৈশ্বিক শান্তিকে হুমকির মুখে না ফেলে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন