Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলের প্রতিরক্ষা শক্তি ১০ দিনেই ফুরিয়ে যাবে ?

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৮:৫০ পিএম

ইসরাইলের প্রতিরক্ষা শক্তি ১০ দিনেই ফুরিয়ে যাবে ?

ছবি-সংগৃহীত

 বুধবার (১৮ জুন)  টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে  ইসরাইলের প্রতিরক্ষা শক্তি মাত্র ১০ থেকে ১২ দিনেই ফুরিয়ে যাবে। এই তথ্য ইসরাইলি গণমাধ্যম থেকে নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও ইসরাইলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে ইসরাইলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার স্থায়িত্ব নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল এবং ওয়াশিংটন পোস্ট–এর সাম্প্রতিক প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুসারে, ইসরাইলের ‘অ্যারো’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুতর ঘাটতির সৃষ্টি হয়েছে।

ওয়াশিংটন পোস্টের তথ্য মতে, মার্কিন ও ইসরাইলি গোয়েন্দা সংস্থার কিছু মূল্যায়নে দেখা গেছে, ইরানি হামলার বর্তমান গতি অব্যাহত থাকলে ইসরাইল সর্বোচ্চ ১০–১২ দিন পর্যন্ত তার বিমান প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখতে পারবে। এরপর যুক্তরাষ্ট্রকে ইসরাইলের মজুদ পুনরায় পূরণ করতে হবে অথবা আরো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে হতে পারে।

এ ব্যাপারে ইসরাইল সরকার বা প্রতিরক্ষা বাহিনী আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে আইডিএফ (ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী) জানিয়েছে, তারা যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। যদিও অস্ত্রের পরিমাণ বা সক্ষমতা সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলেনি।

আইডিএফ দাবি করেছে, তারা ইরানের ব্যালিস্টিক মজুদের বিষয়ে যথাযথ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে এবং এখন পর্যন্ত ইরানের প্রায় ৪০ শতাংশ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করতে সক্ষম হয়েছে।

তবে বিশেষজ্ঞদের মতে, এই সাফল্য সত্ত্বেও বাস্তব পরিস্থিতি উদ্বেগজনক। ২০২৪ সালের এপ্রিল ও অক্টোবরের ইরানি হামলার সময় ইসরাইল ক্ষয়ক্ষতির শিকার হয়নি বললেই চলে। কিন্তু এবারের ব্যারেজগুলো সরাসরি জনবহুল অঞ্চলে লক্ষ্য করে ছোড়া হচ্ছে, ফলে প্রতিটি প্রতিহত না হওয়া ক্ষেপণাস্ত্রই ব্যাপক ক্ষতির কারণ হতে পারে।

ইসরাইলের বিমান প্রতিরক্ষা শুধুমাত্র অ্যারো সিস্টেমের ওপর নির্ভর করে না। যুক্তরাষ্ট্রের ‘প্যাট্রিয়ট’ ও ‘থাড’ সিস্টেম, এবং মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোও প্রতিরক্ষায় সহায়ক ভূমিকা রাখছে। তবে যুক্তরাষ্ট্র ছাড়া মধ্যপ্রাচ্যে ইসরাইলের অন্য মিত্ররা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম নয়।

সবমিলিয়ে, একাধিক আন্তর্জাতিক প্রতিবেদনের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, চলমান সঙ্ঘর্ষে ইসরাইলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মাত্র ১০–১২ দিনের জন্য টিকবে। এরপর মজুদ পুনরায় পূরণ না হলে ইসরাইলকে হয় প্রতিরক্ষা সীমিত করতে হবে, নয়তো যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে টানতে হবে।

সূত্র : টাইমস অফ ইসরাইল

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন