Logo
Logo
×

আন্তর্জাতিক

নেতানিয়াহুর ওপর আস্থা হারাচ্ছে ইসরায়েলিরা

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১২:৪৫ পিএম

নেতানিয়াহুর ওপর আস্থা হারাচ্ছে ইসরায়েলিরা

ছবি-সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাত নিয়ে ইসরায়েলি জনমত কী—সে বিষয়ে মত দিয়েছেন ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ। তিনি জানান, ইরানে হামলার পক্ষে ইসরায়েলিরা সমর্থন দিলেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর তাদের আস্থা নেই।

গোল্ডবার্গ বলেন, “অনেক দিন ধরেই ইসরায়েলিরা ইরানকে তাদের প্রধান শত্রু বলে মনে করে। এর অন্যতম কারণ—ইরান দীর্ঘদিন ধরে হামাস ও হিজবুল্লাহকে অর্থ ও সামরিক সহায়তা দিয়ে আসছে। তাই ইরানের বিরুদ্ধে যুদ্ধকে বেশিরভাগ ইসরায়েলি নাগরিক সমর্থন করেন।”

তবে নেতানিয়াহুর ব্যক্তিগত ও রাজনৈতিক দুর্বলতার কারণে জনগণের মধ্যে তার প্রতি আস্থার ঘাটতি দেখা দিয়েছে বলে মনে করেন এই বিশ্লেষক। তিনি বলেন, “এই যুদ্ধের শেষ কোথায় বা কীভাবে ঘটবে—সে বিষয়ে কারও কোনো পরিষ্কার ধারণা নেই।”

ওরি গোল্ডবার্গ আরও বলেন, “যদিও নেতানিয়াহুর ওপর সাধারণ মানুষের আস্থা কমেছে, তবুও ইসরায়েলি সেনাবাহিনী যথাযথভাবে অভিযান চালাবে—এ বিশ্বাস তাদের আছে।”

এদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে চাইলেও মার্কিন প্রেসিডেন্ট তা অনুমোদন দেননি।

উল্লেখ্য, চলমান সংঘাতে ইরানে এখন পর্যন্ত ২২৪ জন নিহত এবং ১ হাজার ২৭৭ জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। অপরদিকে, ইসরায়েলে ১৭ জন নিহত এবং ৩৮০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সূত্র : আল জাজিরা, সিএনএন


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন