Logo
Logo
×

আন্তর্জাতিক

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১২:২১ পিএম

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

ফাইল ছবি


কংগ্রেসের সংসদীয় দলের প্রধান সোনিয়া গান্ধী পেটের সমস্যা নিয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
রোববার স্থানীয় সময় রাত ৯টার দিকে তিনি স্যার গঙ্গা রাম হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে ভর্তি হন।

তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে হাসপাতালের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।

এর আগে গত ৭ জুন রাজ্যসভার এ এমপি হিমাচল প্রদেশের শিমলায় ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিছু ছোটখাট স্বাস্থ্য সমস্যাজনিত চেক-আপে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল বলে সেসময় জানিয়েছিলেন প্রদেশটির মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা (গণমাধ্যম) নরেশ চৌহান।

সোনিয়া গান্ধীর অবস্থা আপাতত স্থিতিশীল উল্লেখ করে গঙ্গা রাম হাসপাতাল জানিয়েছে, চিকিৎসকরা তার সমস্যা নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন।

হিন্দু লিখেছে, শিমলা থেকে ফিরে গত সোমবারই কংগ্রেসের এ সাবেক সভাপতি গঙ্গা রাম হাসপাতালে মেডিকেল চেক-আপ করিয়েছিলেন।


এর আগে ফেব্রুয়ারিতেও একবার অসুস্থ হয়ে দিল্লির এ হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। বেশ কয়েক দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর ছাড়া পান ৭৮ বছর বয়সী এ রাজনীতিক।

২০১১ সালের অগাস্টে ক্যান্সারের কারণে অস্ত্রোপচার করতে হয়েছিল তার। ২০২২ সালে দুইবার করোনায়ও আক্রান্ত হন তিনি।



Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন