Logo
Logo
×

প্রযুক্তি

তিন অদৃশ্য বড় গ্রহাণু পৃথিবীকে আঘাত হানতে পারে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৫, ০৯:০২ পিএম

তিন অদৃশ্য বড় গ্রহাণু পৃথিবীকে আঘাত হানতে পারে

ছবি- সংগৃহীত

আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনটি বড় আকারের অদৃশ্য গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ২০২০ এসবি, ৫২৪৫২২ ও ২০০২ সিএল১ নামের শহর ধ্বংসকারী গ্রহাণুগুলো পৃথিবীতে আঘাত হানতে পারে বলেও সতর্ক করেছেন তাঁরা।

বিজ্ঞানীদের তথ্যমতে, গ্রহাণুগুলো বর্তমানে শুক্র গ্রহের কক্ষপথে অবস্থান করছে। কিন্তু মহাকর্ষীয় ত্রুটির কারণে এসব গ্রহাণু পৃথিবীর কক্ষপথে চলে আসতে পারে। এর ফলে পৃথিবীতে আঘাত হানার ঝুঁকি রয়েছে। আকারে বড় হওয়ায় গ্রহাণুগুলো শহর ধ্বংস করার জন্য যথেষ্ট শক্তিশালী।

বিজ্ঞানীদের ধারণা, সামান্য মহাকর্ষীয় ত্রুটির কারণে দিক পরিবর্তন করে গ্রহাণুগুলো পৃথিবীর দিকে চলে আসতে পারে। তখন গ্রহাণুর আঘাতে তিন কিলোমিটারের বেশি গর্ত তৈরি হতে পারে পৃথিবীতে। শুধু তা–ই নয়, এসব গ্রহাণুর আঘাতে হিরোশিমায় নিক্ষিপ্ত পারমাণবিক বোমার চেয়ে ১০ লাখ গুণ বেশি শক্তি নির্গত হতে পারে। চিলির রুবিন অবজারভেটরি থেকে এসব গ্রহাণুর ওপর নজর রাখা হচ্ছে।

সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, গ্রহাণুগুলোর অবস্থান ঠিকমতো শনাক্ত করা যাচ্ছে না অর্থাৎ গ্রহাণুগুলো মহাজাগতিক অন্ধ স্থানে রয়েছে। এর ফলে পৃথিবীতে আঘাত হানার মাত্র দুই থেকে চার সপ্তাহ আগে গ্রহাণুগুলোর সঠিক অবস্থানের তথ্য জানা যেতে পারে। এ বিষয়ে ব্রাজিলের সাও পাওলো স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানী ভ্যালেরিও ক্যারুবার জানিয়েছেন, গ্রহাণুগুলো সূর্যের আলোর কারণে লুকিয়ে রয়েছে। পৃথিবী থেকে কোনো টেলিস্কোপ দিয়ে গ্রহাণুগুলোর সঠিক অবস্থান শনাক্ত করা প্রায় অসম্ভব।

সূত্র: এনডিটিভি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন