Logo
Logo
×

প্রযুক্তি

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো স্টারলিংক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৫, ১২:০৬ পিএম

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো স্টারলিংক

ছবি : সংগৃহীত

স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। মঙ্গলবার, ২০ মে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালে দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি জানান, স্টারলিংক প্রাথমিকভাবে দুটি প্যাকেজ— স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট—এর মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করবে। স্টারলিংক রেসিডেনশিয়াল প্যাকেজের মাসিক খরচ ৬ হাজার টাকা, আর রেসিডেনশিয়াল লাইট প্যাকেজের মাসিক খরচ ৪ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে উভয় প্যাকেজের জন্যই গ্রাহকদের ৪৭ হাজার টাকা এককালীন যন্ত্রপাতির খরচ বহন করতে হবে।

ফয়েজ আহমদ আরও জানান, আগ্রহী গ্রাহকরা স্টারলিংকের ওয়েবসাইটে গিয়ে অথবা নির্ধারিত প্ল্যাটফর্মের মাধ্যমে সংযোগের জন্য আজ থেকেই অর্ডার করতে পারবেন। তিনি বলেন, শুরুতে খরচ বেশি হলেও এটি প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চগতির ইন্টারনেট সেবার একটি টেকসই বিকল্প হিসেবে কাজ করবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন