Logo
Logo
×

প্রযুক্তি

জুলাই থেকে আইএসপি ও আইআইজি পর্যায়ে ইন্টারনেটের দাম কমবে ২০ শতাংশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২৫, ১২:২০ পিএম

জুলাই থেকে আইএসপি ও আইআইজি পর্যায়ে ইন্টারনেটের দাম কমবে ২০ শতাংশ

ফাইল ছবি

চলতি বছরের ১ জুলাই থেকে আইএসপি (ইন্টারনেট পরিষেবা প্রদানকারী) এবং আইআইজি (আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে) স্তরে ইন্টারনেটের দাম ২০ শতাংশ কমানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তাইয়্যেব।

বৃহস্পতিবার (১৫ মে) আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ফয়েজ তাইয়্যেব বলেন, আমাদের লক্ষ্য নাগরিকদের জন্য সাশ্রয়ী দামে মানসম্পন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করা। এজন্য ১ জুলাই থেকে আইএসপি ও আইআইজি স্তরে ইন্টারনেটের দাম ২০ শতাংশ কমানো হবে। এরপর ধাপে ধাপে ভোক্তা পর্যায়েও এর প্রভাব পড়বে।

তিনি মোবাইল অপারেটরদের এই উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান, যেন সার্বিকভাবে ইন্টারনেট সেবার মান উন্নয়ন ও মূল্য সহনীয় করা যায়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. জহুরুল ইসলাম এবং বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ-উল-বারী।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন