Logo
Logo
×

প্রযুক্তি

চুরি করা ফোন অকার্যকর করে তুলবে গুগলের নতুন সুরক্ষাব্যবস্থা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৫, ০১:৫৭ পিএম

চুরি করা ফোন অকার্যকর করে তুলবে গুগলের নতুন সুরক্ষাব্যবস্থা

চুরি হওয়া অ্যান্ড্রয়েড ফোন এখন আর সহজে ব্যবহার বা বিক্রি করা যাবে না। ফোন চুরি প্রতিরোধে শক্তিশালী নিরাপত্তা ফিচার আনছে গুগল। ‘দ্য অ্যান্ড্রয়েড শো: আই/ও এডিশন’ অনুষ্ঠানে অ্যান্ড্রয়েড ১৬ এবং ওয়্যার ওএস ৬-এর প্রিভিউয়ের সময় প্রতিষ্ঠানটি ‘ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন’ নামে একটি নতুন সুরক্ষাব্যবস্থার ঘোষণা দেয়।

গুগল জানায়, এই ফিচার চালু হলে কেউ জোরপূর্বক ফ্যাক্টরি রিসেট করার চেষ্টা করলে ফোনটি স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ লক হয়ে যাবে। এর ফলে ডিভাইসটি আবার চালু করতে গেলে সঠিক পাসকোড অথবা সংশ্লিষ্ট গুগল অ্যাকাউন্টের তথ্য দিতে হবে, অন্যথায় সেটটি ব্যবহারের অনুপযোগী থাকবে।

যদিও গুগল এখনো ফিচারটির কার্যপ্রণালির পূর্ণ বিবরণ প্রকাশ করেনি, তবে একটি স্ক্রিনশটে দেখা গেছে—রিসেট চলাকালে যাচাইকরণে ব্যর্থ হলে ফোনের স্ক্রিনে একটি বার্তা প্রদর্শিত হবে, যেখানে লেখা থাকবে: “ফ্যাক্টরি রিসেটের সময় যাচাইকরণে ব্যর্থ হওয়ায় ডিভাইসটি লক হয়েছে।”

গুগলের পরিকল্পনা অনুযায়ী, ২০২৪ সালের মধ্যেই এই উন্নত ফিচার উন্মুক্ত করা হবে। ধারণা করা হচ্ছে, এটি অ্যান্ড্রয়েড ১৬-এর চূড়ান্ত সংস্করণ বা পরবর্তী কোয়ার্টারলি প্ল্যাটফর্ম রিলিজ (QPR)-এর সঙ্গে চালু হবে।

এ ছাড়া, গুগল অ্যান্ড্রয়েড ১৬-তে নতুন ডিজাইন ভাষা ‘মেটেরিয়াল ৩ এক্সপ্রেসিভ’ যুক্ত করেছে, যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত ও বর্ণিল করে তুলবে। নতুন এই ডিজাইনে ঘড়ি অ্যাপসহ অন্যান্য নেটিভ অ্যাপের ইন্টারফেসেও পরিবর্তন আসবে।

এই আপডেটটি আগামী জুন মাসে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে গুগল। ফোন নিরাপত্তায় এটি হতে পারে এক বড় মাইলফলক।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন