Logo
Logo
×

প্রযুক্তি

বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১০:১৪ পিএম

বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক

ছবি : সংগৃহীত

স্পেসএক্সের মালিকানাধীন ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ লিমিটেড আগামী ১০ বছরের জন্য বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনার আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রতিষ্ঠানটিকে নন-জিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট (NGSO) অপারেটর লাইসেন্স ও রেডিও কমিউনিকেশন অ্যাপারেটাস লাইসেন্স প্রদান করেছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিটিআরসি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই দুটি লাইসেন্স আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

সূত্র জানায়, সরকারের অনুমোদনের ভিত্তিতে স্টারলিংকের পক্ষে প্রথম লাইসেন্সটি গ্রহণ করেন প্রতিষ্ঠানটির গ্লোবাল লাইসেন্সিং ও মার্কেট অ্যাভিয়েশনের পরিচালক রেবেকা স্লিক হান্টার। লাইসেন্সটি হস্তান্তর করেন বিটিআরসির লাইসেন্সিং বিভাগের পরিচালক লে. কর্নেল সৈয়দ মো. তৌফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক আশীষ কুমার কুন্ডু এবং উপপরিচালক মো. নাহিদুল হাসান।

পরবর্তীতে স্পেকট্রাম বিভাগের পরিচালক ড. মো. সোহেল রানা রেবেকার হাতে দ্বিতীয় লাইসেন্সটি তুলে দেন। অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক এবং সিনিয়র সহকারী পরিচালক মুহাম্মদ জাকারিয়া ভূঁইয়া।

এই লাইসেন্সের অধীনে স্টারলিংক এখন বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে পারবে এবং অনুমোদিত তরঙ্গ ব্যবহারের পাশাপাশি প্রয়োজনীয় রেডিও যন্ত্রপাতি আমদানি ও ব্যবহার করতে পারবে।

উল্লেখ্য, বাংলাদেশে ডিজিটাল সংযোগ সম্প্রসারণে স্টারলিংকের মতো স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন