Logo
Logo
×

প্রযুক্তি

তথ্যপ্রযুক্তির অন্যতম পথিকৃৎ এস এম কামাল মারা গেছেন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:২৯ পিএম

তথ্যপ্রযুক্তির অন্যতম পথিকৃৎ এস এম কামাল মারা গেছেন

ছবি : সংগৃহীত

দেশের তথ্যপ্রযুক্তির খাতের অন্যতম পথিকৃৎ বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) প্রতিষ্ঠাকালীন সভাপতি এস এম কামাল আর নেই। দীর্ঘদিন ক্যানসারে ভুগে  বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর ল্যাবএইড ক্যানসার হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এস এম কামালের দীর্ঘদিনের বন্ধু বিসিএসের সাবেক সভাপতি আবদুল্লাহ এইচ কাফি এই সংবাদ নিশ্চিত করেন।

রাহিতুল ইসলামের লেখা ‘তথ্যপ্রযুক্তির নায়ক এস এম কামাল’ বই থেকে জানা যায়, এস এম কামালের জন্ম ১৯৪৬ সালের ১ ফেব্রুয়ারি ফরিদপুরের ভাঙ্গায়। ষাটের দশকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম ব্যাচ থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৬৮ সালে বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আইবিএমে পেশাজীবন শুরু করেন। পরবর্তী সময়ে আশির দশকের মাঝামাঝি সময় থেকে বেশ কয়েক বছর বেক্সিমকো কম্পিউটার্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ব্যবসায় খাতের প্রসারে এস এম কামালের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। বিসিএস ছাড়া তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

আবেগাপ্লুত কণ্ঠে আবদুল্লাহ এইচ কাফি বলেন, দেশের তথ্যপ্রযুক্তি খাতের সংগঠন ও একটি কাঠামোর মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে এস এম কামালের ভূমিকা সবচেয়ে বেশি। তিনি আইবিএমের আন্তর্জাতিক চাকরির সুযোগ ফিরিয়ে দিয়ে দেশে এসে কম্পিউটারশিল্প গড়ে তোলার কাজ করেছেন। কম্পিউটারের প্রসারে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সমন্বয় করার ক্ষেত্রে ছিলেন অনন্য। এস এম কামাল সৎ, নির্মোহ, প্রচারবিমুখ হিসেবে দেশের তথ্যপ্রযুক্তি শিল্প গড়ে দিয়ে গেছেন।

এস এম কামাল স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, নাতি–নাতনি রেখে গেছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাদ ফজর রাজধানীর সোবহানবাগ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন