Logo
Logo
×

প্রযুক্তি

কাল একই সারিতে থাকবে পৃথিবী-সূর্য-বৃহস্পতি

Icon

যুগেরচিন্তা২৪ ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৫ পিএম

কাল একই সারিতে থাকবে পৃথিবী-সূর্য-বৃহস্পতি

ছবি : সংগৃহীত

আগামীকাল শনিবার পৃথিবী, সূর্য এবং বৃহস্পতি একই সরলরেখায় অবস্থান করবে। বৃহস্পতি সারারাত আকাশে দৃশ্যমান থাকবে। এই অবস্থানকে বলা হয় ‘জুপিটারর্স অপজিশন’।

শুক্রবার (৬ ডিসেম্বর) ফোর্বস ম্যাগাজিনের এক প্রতিবেদনে বিষয়টি বলা হয়েছে।

ফোর্বসের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার বৃহস্পতিকে দেখার জন্য এই সময়ের আগে-পরে এক মাস ধরে এই বিস্ময়কর ঘটনা পর্যবেক্ষণের সুযোগ থাকবে। এমনকি একটি ছোট টেলিস্কোপ বা সাধারণ দূরবীন দিয়েও এই গ্রহের সৌন্দর্য উপভোগ করা যাবে।

এমন বিরল মহাজাগতিক ঘটনা কেবল সৌরজগতের রহস্য ও সৌন্দর্যের প্রতি মানুষের কৌতূহল বাড়ায়।

বিজ্ঞানীরা বলেছেন, শুক্রবার পৃথিবী থেকে প্রায় ৬১১ মিলিয়ন কিলোমিটার বা ৩৮০ মিলিয়ন মাইল দুরে  থাকবে বৃহস্পতি।এই দূরত্বে বৃহস্পতিকে বেশ উজ্জল দেখাবে।

সূত্র: বাসস

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন