Logo
Logo
×

প্রযুক্তি

৮৫ লাখ অ্যাকাউন্ট ব্যান করলো হোয়াটসঅ্যাপ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১২:৫৮ পিএম

৮৫ লাখ অ্যাকাউন্ট ব্যান করলো হোয়াটসঅ্যাপ

গত মাসে ৮৫ লাখেরও বেশি ভারতীয় ব্যবহারকারীর অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীরা নিয়মের লঙ্ঘন করায় কঠোর পদক্ষেপ নিয়েছে মেটা। 

২০২১ সালের তথ্যপ্রযুক্তি আইনের অধীনে, সেপ্টেম্বরের মাসিক কমপ্লায়েন্স রিপোর্টে এই তথ্য প্রকাশ করেছে কোম্পানিটি। 

ইতোপূর্বেও ভারতীয় ব্যবহারকারীদের অপব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপ একাধিকবার লক্ষাধিক অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। নতুন রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ ১৬.৫৮ লাখ অ্যাকাউন্ট সক্রিয়ভাবে বন্ধ করেছে। সেপ্টেম্বর মাসে মোট ৮,১৬১টি অভিযোগ জমা পড়ে, যার মধ্যে ৯৭টি মামলার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া হয়। 

আগস্টে হোয়াটসঅ্যাপ ৮৪.৫৮ লাখ ভারতীয় অ্যাকাউন্ট বন্ধ করেছিল, যার মধ্যে ১৬.৬১ লাখ অ্যাকাউন্ট সক্রিয়ভাবে নিষিদ্ধ করা হয়। কিন্তু এবার সেই সংখ্যা বেড়ে ৮৫ লাখ অতিক্রম করেছে। 

তথ্যপ্রযুক্তি আইন ২০২১ অনুসারে, যে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ব্যবহারকারীর সংখ্যা ৫০ হাজারের বেশি, তাদের প্রতি মাসে একটি কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হয়। এই রিপোর্টে, ব্যবহারকারীদের অভিযোগ, অ্যাপের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপ এবং আপিল কমিটির নির্দেশিকা বিস্তারিতভাবে উল্লেখ করতে হয়।

হোয়াটসঅ্যাপের বিবৃতিতে বলা হয়েছে, অ্যাপের স্বচ্ছতা ও ব্যবহারকারীর নিরাপত্তার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এখন ব্যবহারকারীরা সরাসরি অ্যাপ থেকে ক্ষতিকারক কনটেন্টের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারে। ভুয়া তথ্যের বিস্তার রোধে এবং সাইবার নিরাপত্তা জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। 

হোয়াটসঅ্যাপ থেকে ব্যবহারকারীদের উদ্দেশ্যে অনুরোধ করা হয়েছে, ভুয়ো তথ্য প্রচার থেকে বিরত থাকতে, সাইবার অপরাধ এড়িয়ে চলতে এবং প্ল্যাটফর্মে স্বচ্ছতা বজায় রাখতে ক্ষতিকর কনটেন্টের বিরুদ্ধে দ্রুত অভিযোগ জানাতে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন