কভারেই বাড়ছে স্মার্টফোনের অতিরিক্ত গরমের ঝুঁকি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:০০ পিএম
ছবি : সংগৃহীত
অনেকে নিজেদের ফোনকে আকর্ষণীয় করে তুলতে রঙিন কভার, নকশা বা বিভিন্ন এক্সেসরিজ ব্যবহার করেন। এটি যেমন ব্যক্তিগত রুচি প্রকাশ করে, তেমনি ফোনকে দৃষ্টিনন্দনও করে তোলে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সৌন্দর্যের খোঁজে ব্যবহৃত মোটা বা ভারী কভার অনেক সময় ফোনের ক্ষতির কারণ হতে পারে।
তাদের মতে, আধুনিক অ্যান্ড্রয়েড ও আইফোনসহ বেশিরভাগ স্মার্টফোনের বড় সমস্যা হলো অতিরিক্ত গরম হওয়া। ফোন বেশি গরম হলে ব্যাটারি দ্রুত নষ্ট হয় এবং পারফরম্যান্স কমে যায়। যদিও ফোনে তাপ নিয়ন্ত্রণের প্রযুক্তি থাকে, মোটা বা শক্ত কভার ব্যবহার করলে তাপ বের হওয়ার পথ বাধাগ্রস্ত হয়। ফলে ফোন আরও বেশি গরম হয়ে অভ্যন্তরীণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে স্ক্রিনে রেখা দেখা দেওয়া বা ক্যামেরার মান কমে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়।
তাহলে কি কভার ছাড়া ফোন ব্যবহার করাই নিরাপদ? বিশেষজ্ঞরা বলছেন, তা নয়। কারণ ফোন হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে। সমাধান হলো হালকা ও পাতলা, ভালো মানের কভার ব্যবহার করা। বিশেষ করে গেম খেলার সময় বা চার্জে থাকাকালে কভার খুলে রাখলে ফোনের তাপ সহজে বের হয় এবং অতিরিক্ত গরম হয় না।
ফোনকে সুন্দর রাখা জরুরি, তবে সেটি যেন ক্ষতির কারণ না হয়—এ বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এতে ফোন থাকবে ঠান্ডা, নিরাপদ এবং দীর্ঘদিন ভালো অবস্থায়।



