Logo
Logo
×

প্রযুক্তি

টানা তিন দিন হেঁটে রোবটের বিশ্বরেকর্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১১:৫৮ এএম

টানা তিন দিন হেঁটে রোবটের বিশ্বরেকর্ড

চীনের মানবাকৃতির রোবট অ্যাজিবট এ২ টানা তিন দিনে ১০০ কিলোমিটার হেঁটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে। ১৬৯ সেন্টিমিটার (পাঁচ ফুট ছয় ইঞ্চি) উচ্চতার রোবটটি গত ১০ নভেম্বর সন্ধ্যায় পূর্ব চীনের সুঝো শহর থেকে যাত্রা শুরু করে এবং মহাসড়ক ও শহরের রাস্তা পেরিয়ে ১৩ নভেম্বর সাংহাইয়ের ঐতিহাসিক ওয়াটারফ্রন্ট বান্ড এলাকায় পৌঁছায়।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে, রোবটটি ট্রাফিক নিয়ম মেনে বিভিন্ন ধরনের ভূ-পৃষ্ঠে হাঁটতে হাঁটতে একটানা ১০৬ দশমিক ২৮ কিলোমিটার (৬৬ মাইল) পথ অতিক্রম করে। গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) এই অর্জনকে বিশ্বের প্রথম মানবাকৃতির রোবটের দীর্ঘপথ হাঁটার রেকর্ড হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

অ্যাজিবট প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রূপালি-কালো রোবটটি সাইকেল আরোহী ও স্কুটারের পাশ দিয়ে রাস্তায় হাঁটছে, পরে গতি বাড়িয়ে সাংহাই স্কাইলাইনের সামনে বান্ড এলাকায় পৌঁছায়।

বৈশ্বিক প্রযুক্তি খাত এখন দ্রুত মানবাকৃতির কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন করছে। মরগান স্ট্যানলি ধারণা দিয়েছে, ২০৫০ সালের মধ্যে বিশ্বে ১ বিলিয়নেরও বেশি মানবাকৃতির রোবট থাকতে পারে। বৈশ্বিক রোবোটিক্স শিল্পে নেতৃত্ব নিতে চীন নিজস্ব প্রতিষ্ঠানগুলোকে মানবাকৃতি রোবট তৈরিতে উৎসাহ দিচ্ছে।

গত আগস্টে বেইজিংয়ে বিশ্বের প্রথম মানবাকৃতি রোবট গেমস অনুষ্ঠিত হয়, যেখানে বাস্কেটবলসহ নানান ইভেন্টে অংশ নেয় ৫ শতাধিক রোবট অ্যাথলেট।

অ্যাজিবট জানিয়েছে, এ২ মূলত গ্রাহকসেবা খাতে কাজ করার জন্য ডিজাইন করা, এবং এতে রয়েছে চ্যাট ফাংশন ও ঠোঁট নাড়ানোর সক্ষমতা। সূত্র: এএফপি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন