নতুন টেলিকম নীতিতে ব্রডব্যান্ড খরচ বাড়বে ২০ শতাংশ: আইএসপিএবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০১:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
নতুন টেলিকম নীতি বাস্তবায়নের ফলে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম। সোমবার (৩ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “নতুন নীতির কারণে ৫০০ টাকার সংযোগে অতিরিক্ত ১০০ টাকা এবং ১,০০০ টাকার সংযোগে ২০০ টাকা পর্যন্ত খরচ বাড়বে।”
আমিনুল হাকিম সতর্ক করে বলেন, “টেলিকম পলিসি সংশোধন না হলে বাংলাদেশ ডিজিটালভাবে অচল হয়ে পড়তে পারে।” তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “নির্বাচনের আগেই এই নীতির বিষয়ে হস্তক্ষেপ করা জরুরি, না হলে ডিজিটাল অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে।”
আইএসপিএবি মনে করে, টেলিকম নীতির বর্তমান কাঠামো ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে, যার প্রভাব সরাসরি ভোক্তাদের ওপর পড়বে।



