Logo
Logo
×

প্রযুক্তি

হোয়াটসঅ্যাপ চালাতে লাগবে না মোবাইল নম্বর

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৪:২২ পিএম

হোয়াটসঅ্যাপ চালাতে লাগবে না মোবাইল নম্বর

ছবি : সংগৃহীত

হোয়াটসঅ্যাপ এখন প্রায় সবার হাতের মুঠোয়। বিশ্বের কয়েকশ কোটি মানুষ প্রতিদিন এই মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করছেন যোগাযোগের জন্য। এতদিন হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খোলার জন্য একটি বৈধ মোবাইল নম্বর থাকা বাধ্যতামূলক ছিল। তবে এবার সেই শর্ত তুলে নিতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।

মেটার মালিকানাধীন এই জনপ্রিয় মেসেজিং অ্যাপটি জানায়, ভবিষ্যতে ফোন নম্বর ছাড়াও ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ। মূলত ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তা আরও জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন ফিচারে, ইনস্টাগ্রামের মতো করে প্রতিটি অ্যাকাউন্টে থাকবে একটি ইউনিক ইউজারনেম। কাউকে মেসেজ পাঠাতে হলে আর তার নম্বর প্রয়োজন হবে না- শুধু ইউজারনেম জানলেই হবে। এর ফলে পরিচয় গোপন রাখা সহজ হবে এবং স্প্যাম বা অনাকাঙ্ক্ষিত মেসেজিং অনেকাংশে কমে আসবে।

বর্তমানে এই সুবিধাটি পরীক্ষামূলকভাবে বিটা ইউজারদের জন্য চালু করা হয়েছে। আশা করা যাচ্ছে, খুব শিগগিরই সব ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মুক্ত হবে।

এ ছাড়াও হোয়াটসঅ্যাপ কাজ করছে আরও কিছু নতুন ফিচার নিয়ে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো- রিয়েল-টাইম মেসেজ ট্রান্সলেশন। এই ফিচারের মাধ্যমে যেকোনো ভাষায় আসা মেসেজকে তাৎক্ষণিকভাবে নিজের পছন্দের ভাষায় অনুবাদ করে পড়া যাবে।

প্রযুক্তির উৎকর্ষে হোয়াটসঅ্যাপের এই পরিবর্তন নিঃসন্দেহে ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও সহজ ও নিরাপদ করে তুলবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন