Logo
Logo
×

প্রযুক্তি

ধীরগতির কম্পিউটারের গতি বাড়ানোর সহজ কিছু কৌশল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৪:৫২ পিএম

ধীরগতির কম্পিউটারের গতি বাড়ানোর সহজ কিছু কৌশল

ছবি : সংগৃহীত

প্রযুক্তিনির্ভর এই যুগে কম্পিউটার ছাড়া দৈনন্দিন জীবন প্রায় অচল। অফিসের কাজ, পড়াশোনা কিংবা বিনোদন—সব ক্ষেত্রেই এর ব্যবহার অপরিহার্য। তবে সময়ের সঙ্গে সঙ্গে কম্পিউটারের গতি কমে যাওয়ায় কাজের গতি ব্যাহত হয় এবং ব্যবহারকারীর ভোগান্তি বাড়ে।

ফোনের মতো ঘন ঘন কম্পিউটার বদলানো সম্ভব না হলেও কিছু সহজ কৌশল অনুসরণ করলে পুরোনো পিসিও আগের মতো দ্রুতগতিতে কাজ করতে পারে। এমনকি নতুন কম্পিউটারও যদি ধীর মনে হয়, তাহলে নিচের টিপসগুলো কাজে লাগানো যেতে পারে:

হার্ডডিস্ক পরিষ্কার রাখুন: অপ্রয়োজনীয় ফাইল, ইনস্টলার ও অফলাইন ওয়েবপেজ মুছে ফেলতে Disk Cleanup ব্যবহার করুন। এতে স্টোরেজ খালি হবে এবং গতি বাড়বে।

অপ্রয়োজনীয় অ্যাপ সরিয়ে ফেলুন: Windows Start → Apps and Features থেকে অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করুন, যা র‌্যামের চাপ কমাবে।

স্টার্টআপ প্রোগ্রাম নিয়ন্ত্রণ করুন: Ctrl + Shift + Esc চেপে Task Manager খুলে Startup ট্যাব থেকে অপ্রয়োজনীয় সফটওয়্যার Disable করুন।

সার্চ ইনডেক্সিং বন্ধ করুন: যদি ঘন ঘন ফাইল সার্চ না করেন, তাহলে Search Indexing বন্ধ রাখলে কম ক্ষমতার পিসিও দ্রুত কাজ করবে।

ভাইরাস ও ম্যালওয়্যার চেক করুন: Windows Defender বা Malwarebytes Anti-Malware ব্যবহার করে নিয়মিত স্ক্যান করুন।

থিম ও অ্যানিমেশন এড়িয়ে চলুন: অ্যানিমেটেড ওয়ালপেপার বা থিম সিস্টেমকে ধীর করে দেয়, তাই এগুলো ব্যবহার না করাই ভালো।

রিসাইকেল বিন খালি রাখুন: নিয়মিত রিসাইকেল বিন খালি করলে স্টোরেজ খালি থাকবে এবং পারফরম্যান্স বাড়বে।

SSD ব্যবহার করুন: হার্ডডিস্কের পরিবর্তে SSD ব্যবহার করলে পিসির গতি কয়েকগুণ বেড়ে যাবে, বিশেষ করে ভারি সফটওয়্যারে।

অতিরিক্ত ট্যাব বন্ধ রাখুন: একসঙ্গে অনেক ট্যাব খোলা থেকে বিরত থাকুন, এতে র‌্যামের চাপ কমবে।

অতিরিক্ত পরামর্শ:

মাসে অন্তত একবার কম্পিউটারের ভেতরের ধুলাবালি পরিষ্কার করুন।

নিয়মিত ব্রাউজিং হিস্টোরি ও কুকিজ ডিলিট করুন।

অপ্রয়োজনীয় টিপস ও নোটিফিকেশন বন্ধ রাখুন।

এই সহজ কৌশলগুলো অনুসরণ করলে পুরোনো কম্পিউটারও নতুনের মতো দ্রুতগতিতে কাজ করতে সক্ষম হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন