বাজারে এলো বিশ্বের সবচেয়ে পাতলা আইফোন
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম
আইফোনপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে বাজারে এলো বহুল আলোচিত আইফোন ১৭ সিরিজ। এ সিরিজে থাকছে চারটি সংস্করণ; আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স ও আইফোন ১৭ এয়ার। এগুলোর মধ্যে ইতিহাসে সবচেয়ে পাতলা আইফোন হিসেবে পরিচিতি লাভ করেছে আইফোন ১৭ এয়ার।
ফোনটির পুরুত্ব মাত্র ৫.৬ মিলিমিটার এবং ওজন ১৬৫ গ্রাম।
এটি তৈরি হয়েছে ৮০ শতাংশ রিসাইকেলড টাইটেনিয়াম দিয়ে। নতুন মডেলটিতে রয়েছে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে এবং উভয় দিকেই প্রো-সিরামিক শিল্ড, যা ফোনের স্থায়িত্ব বাড়িয়ে ভাঙার ঝুঁকি চারগুণ কমিয়েছে। প্রযুক্তিগত উন্নয়নের দিক থেকেও আইফোন ১৭ এয়ার বেশ সমৃদ্ধ। এতে যুক্ত করা হয়েছে আইওএস ২৬ এর অ্যাডাপটিভ পাওয়ার ফিচার এবং এন ১ ওয়্যারলেস চিপ, যা ব্যাটারি খরচ কমাতে সহায়ক হবে।
/indian-express-bangla/media/media_files/2025/03/15/LEId05SCF3SMRaJaiPAD.jpg)
একইসঙ্গে, ফোনটির এআই সক্ষমতা বাড়ানো হয়েছে। অ্যাপলের দাবি অনুযায়ী এর পারফরম্যান্স এখন প্রায় ম্যাকবুক প্রো-এর সমান।
ক্যামেরা সিস্টেমেও এসেছে নতুনত্ব। পেছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের ফিউশন ক্যামেরা সিস্টেম এবং সামনে ১৮ মেগাপিক্সেলের সেন্টার স্টেজ ফ্রন্ট ক্যামেরা।
এ সিরিজের কোনো মডেলেই থাকবে না সিমকার্ড স্লট। ব্যবহার করা যাবে শুধু ই-সিম। ব্যাটারি ক্ষমতা নির্ধারণ করা হয়েছে ৩১৪৯ এমএএইচ।
ফোনটি পাওয়া যাবে চারটি ভিন্ন রঙে; কালো, সাদা, হালকা সোনালি ও আকাশি নীল। আন্তর্জাতিক বাজারে এর দাম ধরা হয়েছে ৯৯৯ ডলার।
যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২২ হাজার টাকা থেকে শুরু হলেও দেশে আনুষ্ঠানিকভাবে এলে দাম আরো কিছুটা বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।



