দেশের ৫% বিদ্যুৎ সরবরাহে সক্ষম মেঘনাঘাটের জেরা
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১০:৩৮ এএম
ছবি - নারায়ণগঞ্জের জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেড
দেশের বিদ্যুৎ খাতের চাহিদার ৫ শতাংশ সরবরাহ করতে সক্ষম নারায়ণগঞ্জের জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেড। গ্যাসচালিত কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রটি সর্বোচ্চ ৭৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম, যার মধ্যে নিট উৎপাদন ক্ষমতা ৭১৮ মেগাওয়াট। গত সোমবার প্রতিষ্ঠানটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি আধুনিক প্রযুক্তি ও উচ্চ দক্ষতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র। কম নির্গমন ও জ্বালানির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে এটি পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের সক্ষম।
বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ জানায়, পুরো সক্ষমতায় চালানো গেলে ঠিক সময়ে এটি দেশের ৫ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। বিদ্যুৎ উৎপাদনের ধারাবাহিকতা ও নিরবচ্ছিন্নতা নিশ্চিত করতে সম্প্রতি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে একটি ২২ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তি সই হয়েছে। সেই সঙ্গে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সঙ্গেও ২২ বছরের একটি চুক্তির মাধ্যমে গ্যাস সরবরাহের নিশ্চয়তা দেওয়া হয়, যা প্রকল্পটির নিরবচ্ছিন্ন পরিচালনা নিশ্চিত করে। জেরা মেঘনাঘাট পাওয়ার বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বিদ্যুৎ অবকাঠামোর টেকসই উন্নয়ন ও আধুনিকায়নেও ভূমিকা রাখছে।



