Logo
Logo
×

প্রযুক্তি

ইন্টারনেট বন্ধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : নাহিদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ১২:৫৩ পিএম

ইন্টারনেট বন্ধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : নাহিদ

নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

শিক্ষার্থীদের আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করার সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজই উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।

রবিবার (১১ আগস্ট) সচিবালয়ে প্রথম অফিস করতে এসে সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা।

তিনি বলেন, আন্দোলনের সময় ডিজিটাল শাটডাউনের সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজই উদ্যোগ গ্রহণ করা হবে।

নাহিদ ইসলাম বলেন, ইন্টারনেট সেবা একটি মানবাধিকারের বিষয়, সুতরাং ইন্টারনেট কমানো বা বন্ধ করে দেওয়া মানবাধিকারের লঙ্ঘন। তাই মানবাধিকার লঙ্ঘনের মতো কাজ যাতে না হয় সেদিকে নজর থাকবে।

কথায় কথায় ইন্টারনেট বন্ধ করে দেওয়ার যে বিষয়টি সেটি আর হবে না। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে তারুণ্যের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে বলেও জানান এই উপদেষ্টা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন