তিন বছরে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ৬০০ কোটি ছাড়াবে
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৫, ১১:২৯ এএম
ছবি- সংগৃহীত
বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার দিন দিন বিস্ময়কর হারে বাড়ছে।
জার্মানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্ট্যাটিস্টার তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ৫২২ কোটি মানুষ সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, যা বৈশ্বিক জনসংখ্যার প্রায় ৬৪ শতাংশের কাছাকাছি। ধারণা করা হচ্ছে, ২০২৮ সালের মধ্যে এই সংখ্যা ৬০০ কোটিতে পৌঁছাবে।
এই প্রবৃদ্ধির পেছনে রয়েছে স্মার্টফোনের সহজলভ্যতা, সাশ্রয়ী ইন্টারনেট এবং প্রযুক্তির ব্যাপক বিস্তার। শুধু বিনোদন নয়—ব্যবসা, শিক্ষা, সংবাদ প্রচার এবং রাজনৈতিক ক্যাম্পেইনেও সোশ্যাল মিডিয়ার ব্যবহার এখন অপরিহার্য হয়ে উঠেছে।
তবে এর নেতিবাচক দিকও রয়েছে। গবেষণা বলছে, একজন ব্যবহারকারী গড়ে প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ১৫১ মিনিট সময় ব্যয় করেন, যা ২০১৫ সালের তুলনায় প্রায় ৪০ মিনিট বেশি। অতিরিক্ত ব্যবহারে আসক্তি, মানসিক চাপ এবং সামাজিক বিচ্ছিন্নতা বাড়ছে। বিশ্বজুড়ে প্রায় ২১ কোটি মানুষ সোশ্যাল মিডিয়া আসক্তিতে ভুগছে বলেও উঠে এসেছে এক প্রতিবেদনে।
সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম ফেসবুক, যার ব্যবহারকারী সংখ্যা ৩০৭ কোটির বেশি। তরুণদের পাশাপাশি এখন প্রবীণরাও যুক্ত হচ্ছেন এই ডিজিটাল জগতে—পরিবারের সঙ্গে সংযোগ রক্ষার প্রয়োজনে।
আরএস/



