Logo
Logo
×

প্রযুক্তি

নিহত আবু সাঈদের নামে এবার নতুন বাংলা ফন্ট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০৯:১৯ পিএম

নিহত আবু সাঈদের নামে এবার নতুন বাংলা ফন্ট

ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের নামে এলো নতুন একটি বাংলা ফন্ট। নতুন ফন্টটি উন্মুক্ত করেছে কোড পোট্রো। এটি ডিজাইন করেছেন জায়েদ আহসান সাদ ও কোডপত্র ফন্টস কর্তৃপক্ষ।

এমন একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন আবু সাঈদের সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১ আগস্ট) মাহমুদ হাসান আবীর নামে আবু সাঈদের এক সহপাঠী তার ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেছেন। সোর্স হিসেবে উল্লেখ করেছেন বুয়েটিয়ান।

তিনি লিখেছেন, কোটা সংস্কার আন্দোলনের অন্যতম শহীদ আবু সাঈদের নামে বাংলা নতুন ফন্ট উন্মুক্ত করেছে কোড পোট্রো. আজ এক ফেসবুক পোস্টের মাধ্যমে সফওয়্যার কোম্পানিটি বিশেষ এই ফন্ট বিনামূল্যে উন্মুক্ত করার ঘোষণা দেয়। আমাদের শহীদেরা এভাবেই ইতিহাস হয়ে থাকুক বর্তমান ও পরবর্তী প্রজন্মের কাছে শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, আবু সাঈদ ফন্টের ‘টাইপ হেয়ার’ এর জায়গায় কিছু লিখলে নতুন ফন্টে সে লেখা চলে আসছে। আপাতত ইন্টারফেসে নরমাল এবং ইটালিক ফন্ট দেখা যাচ্ছে।

কোডপত্রের ওয়েবসাইটে বলা হয়েছে, তাদের নিজস্ব সাইট থেকে বিনামূল্যে এই ফন্ট ডাউনলোড করা যাবে। কিন্তু কোনো ওয়েবসাইটে আবু সাঈদ আপলোড বা হোস্ট করতে পারবেন না।

কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাঈদ। ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষের সময় পুলিশের রাবার বুলেটের আঘাতে মৃত্যু হয় সাঈদের।

এর আগে, সাঈদের নামে পার্কের মোড়ের নাম আবু সাঈদ চত্বর এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নাম আবু সাঈদ ফটক হিসেবে ঘোষণা দেন শিক্ষার্থীরা। এবার আবু সাঈদের নামে বাংলা নতুন ফন্ট উন্মুক্ত করেছে কোড পোট্রো।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন