ছবি- সংগৃহীত
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে এখন দেশটিতে অবস্থান করছে ভারতীয় দল।
তবে সিরিজ শুরুর আগমুহূর্তে লন্ডন থেকে দিল্লির বিমান ধরছেন কোচ গৌতম গম্ভীর।
জানা গেছে, পারিবারিক কারণে ভারতে ফিরতে হচ্ছে গম্ভীরকে। তার মা সীমা গম্ভীর হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন। মায়ের অসুস্থতার খবর পেয়ে দেশে ফিরছেন গম্ভীর। ফলে শেষ প্রস্তুতি ম্যাচে দলের সঙ্গে থাকতে পারবেন না ভারতীয় দলের কোচ। চিকিৎসা সংক্রান্ত সব ব্যবস্থা করে আবার ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন গম্ভীর। ভারতের দলীয় সূত্রের খবর, সব ঠিক থাকলে ১৭ জুন দলের সঙ্গে যোগ দেবেন কোচ।
প্রসঙ্গত, আগামী ২০ জুন হেডিংলিতে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। এই সিরিজ দিয়েই ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করবে ভারতীয় দল।
আর



