ছবি- সংগৃহীত
নাজমুল হোসেন শান্তকে আরও এক বছরের জন্য টেস্ট দলের নেতৃত্ব দিয়ে শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করা হয়েছিল। তবে ওয়ানডে দলে তার অধিনায়কত্ব থাকছে না। বৃহস্পতিবার একদিনের ক্রিকেট দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। এই অলরাউন্ডারকে এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২৭ বছর বয়সী মিরাজের পূর্ণকালীন অধিনায়কত্ব শুরু হবে আসন্ন শ্রীলঙ্কা সফরে তিন ওয়ানডের সিরিজ দিয়ে। এর আগে শান্তর অনুপস্থিতিতে চারটি ওয়ানডেতে জাতীয় দলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ‘বোর্ড মনে করছে ব্যাট ও বল হাতে মিরাজের ধারাবাহিক পারফরম্যান্স, তার লড়াই করার সামর্থ্য ও দলকে প্রেরণা দেওয়া এবং মাঠে ও মাঠের বাইরে প্রাণবন্ত উপস্থিতি এই ক্রান্তিকালীন সময়ে ওয়ানডে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে আদর্শ প্রার্থী বানিয়েছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশকে এই ফরম্যাটে এগিয়ে নেওয়ার মতো টেম্পারমেন্ট ও পরিপক্বতা তার আছে।’
১০৫ ওয়ানডেতে ১৬১৭ রান এবং ১১০ উইকেট নিয়ে মিরাজ আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের চার নম্বরে অবস্থান করছে। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এখন তার অবস্থানই সবার উপরে। ওয়ানডেতে ১০০০ রান ও ১০০ উইকেট নেওয়া ক্রিকেটারদের অভিজাত তালিকায় মোহাম্মদ রফিক, মাশরাফি মুর্তজা ও সাকিব আল হাসানের সঙ্গে আছেন তিনি।
অধিনায়কত্ব পেয়ে মিরাজ বলেছেন, ‘বোর্ড আমার প্রতি এই দায়িত্ব অর্পণ করেছে, এটা আমার জন্য বিশাল সম্মানের। দেশকে নেতৃত্ব দেওয়া যে কোনও ক্রিকেটারের জন্য স্বপ্নের এবং আমার ওপর বোর্ড আস্থা রাখায় আমি কৃতজ্ঞ।’



