Logo
Logo
×

খেলা

ভিনিসিয়ুসের আশা আনচেলত্তির অধীনে ব্রাজিল দ্রুতই উন্নতি করবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ০৭:৩৬ পিএম

ভিনিসিয়ুসের আশা আনচেলত্তির অধীনে ব্রাজিল দ্রুতই উন্নতি করবে

ছবি - সংগৃহীত

রিয়াল মাদ্রিদের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তি এখন ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন। শুরুটা অবশ্য তেমন ভালো হয়নি ইতালিয়ান এই কোচের। বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ব্রাজিল।

তবে এক ম্যাচ দেখেই তো কোচের সাফল্য-ব্যর্থতার আলোচনা করা যায় না। ব্রাজিলের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র সমর্থকদের ধৈর্য ধারণের আহ্বান জানালেন। সেইসঙ্গে শোনালেন আশার বাণী, আনচেলত্তির অধীনে দ্রুতই উন্নতি করবে ব্রাজিল।

রিয়াল মাদ্রিদে আনচেলত্তির অধীনে অনেক সাফল্য আছে ভিনিসিয়ুসের। ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড আনচেলত্তিকে তার জীবনের সেরা কোচ আখ্যা দিয়ে বলেন, ‘আমি খুব খুশি যে আনচেলত্তি এসেছেন, কারণ তিনি আমার জীবনের সেরা কোচ।’

ভিনি যোগ করেন, ‘তাকে এখানে পাওয়া...এর চেয়ে ভালো কিছু হতে পারে না। আমরা একসঙ্গে কাজ করার জন্য এখনও তেমন সময় পাইনি, কারণ আমাদের হাতে মাত্র তিন দিন অনুশীলনের সময় ছিল। কিন্তু আমরা উন্নতি করব। আমাদের একসঙ্গে থাকতে হবে, কারণ বিশ্বকাপ খুব কাছেই এবং আমাদের লক্ষ্য হলো বাছাইপর্ব ভালোভাবে শেষ করে বিশ্বকাপের জন্য ভালো অবস্থায় পৌঁছানো।’


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন