ছবি : সংগৃহীত
চলতি মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। সিরিজের দুটি টেস্ট ম্যাচের জন্য ১৬ সদস্যের স্কোয়াড দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই দলে অধিনায়ক হিসেবে যথারীতি আছেন নাজমুল হোসেন শান্ত।
এছাড়া সহ-অধিনায়ক হিসেবে দায়িত্বে আছেন মেহেদী হাসান মিরাজ। বিসিবির প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে অধিনায়কত্ব নিয়ে বলা হয়েছে, ‘টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে আরও এক বছর থাকছেন, যে দায়িত্ব তিনি ২০২৪ সালে পেয়েছিলেন। মেহেদী হাসান মিরাজ সহ-অধিনায়কের দায়িত্ব চালিয়ে যাবেন। এই জুটি আগের মৌসুমে টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছিল, এরাই দায়িত্বে বহাল থাকবেন।’
শ্রীলঙ্কা সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টির সিরিজ খেলবে বাংলাদেশ।
একনজরে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ।



