Logo
Logo
×

খেলা

হোয়াইটওয়াশের হতাশা নিয়েই পাকিস্তান সিরিজ শেষ করল বাংলাদেশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০১:০২ এএম

হোয়াইটওয়াশের হতাশা নিয়েই পাকিস্তান সিরিজ শেষ করল বাংলাদেশ

ছবি : সংগৃহীত

শেষের দিকে রান ওঠার গতি কমে গেলেও স্কোরবোর্ডে যখন ১৯৬ রান, তখনও একটা আশার আলো দেখা যাচ্ছিল—সম্ভবত হোয়াইটওয়াশটা এড়ানো যাবে। একটা জয় যদি পাওয়া যেত, তাহলে হতাশার মধ্যেও কিছুটা স্বস্তি মিলত। কিন্তু সে স্বপ্ন পূরণ হলো না। মোহাম্মদ হারিসের দুর্দান্ত সেঞ্চুরির ঝড়ে বাংলাদেশকে ৭ উইকেট আর ১৬ বল হাতে রেখেই হারিয়ে সিরিজে হোয়াইটওয়াশ নিশ্চিত করল পাকিস্তান।

ম্যাচের শুরুটা ছিল আশাব্যঞ্জক। ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন প্রথম উইকেটে গড়েন ১১০ রানের জুটি। তানজিদ করেন ৩২ বলে ৪২ রান, আর পারভেজ ঝড় তোলেন ৩৪ বলে ৬৬ রান, মারেন ৭টি চার ও ৪টি ছক্কা। তাদের জুটি থেকেই বড় স্কোরের ভিত পায় বাংলাদেশ।

পরের ব্যাটারদের মধ্যে লিটন দাস ১৮ বলে ২২, তাওহিদ হৃদয় ১৮ বলে ২৫ রান করেন। শামীম হোসেন করেন মাত্র ৬ রান আর জাকের আলী অপরাজিত থাকেন ৯ বলে ১৫ রান নিয়ে। ১৫তম ওভারে স্কোর যখন ১৫০, তখন মনে হচ্ছিল বাংলাদেশ ২০০ ছাড়িয়ে যাবে। কিন্তু শেষ ৫ ওভারে রান আসে মাত্র ৪৬, ফলে ২০০ স্পর্শ করা হয়নি।

তবুও এটি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ হয়ে গেছে—২০১২ সালে পাল্লেকেলেতে করা ১৭৫ রানের রেকর্ড ভেঙে। কিন্তু এই রেকর্ডও ম্যাচ জয়ে রূপ নেয়নি।

বাংলাদেশের বোলাররা শুরুতে ভালোই করেছিলেন। প্রথম ওভারেই মেহেদী হাসান মিরাজ সাহিবজাদা ফারহানকে ১ রানে ফেরান। কিন্তু এরপর সাইম আইয়ুব ও মোহাম্মদ হারিস মিলে ম্যাচের চিত্রটাই পাল্টে দেন। তারা ৫৩ বলে গড়েন ৯২ রানের জুটি। সাইম করেন ২৯ বলে ৪৫ রান। তবে মোহাম্মদ হারিস ছিলেন বিধ্বংসী মেজাজে। মাত্র ৪৬ বলে তুলে নেন তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি—১০৭ রানে শেষ করেন ইনিংস, যেখানে ছিল ৮টি চার ও ৭টি ছক্কা।

বাংলাদেশের হয়ে মিরাজ দুটি উইকেট ও তানজিম সাকিব একটি উইকেট পেলেও বোলারদের সামগ্রিক পারফরম্যান্স ছিল বিবর্ণ। যার ফলে বড় সংগ্রহও রক্ষা করা যায়নি, সিরিজটা শেষ হলো শূন্য হাতে—একেবারে হোয়াইটওয়াশ হয়ে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন