Logo
Logo
×

খেলা

দেশ ছেড়েছেন ফারুক, আজই সভাপতি হচ্ছেন আমিনুল!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৫, ১২:১৮ পিএম

দেশ ছেড়েছেন ফারুক, আজই সভাপতি হচ্ছেন আমিনুল!

আওয়ামী লীগ সরকার পতনের পর সরাসরি পরিচালক মনোনীত হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। ৯ মাসের মাথায় গতকাল রাতে সবেক এই অধিনায়কের পরিচালক পদ খারিজ করে জাতীয় ক্রীড়া পরিষদ। এর মধ্যে জানা গেছে আজ ভোরে দেশ ছেড়েছেন ফারুক।

এদিকে আজই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসেবে মনোনীত হতে যাচ্ছেন আমিনুল ইসলাম। ফারুকের দেশ ছাড়ার ব্যাপারটি বেশ কয়েকটি সূত্র থেকেই নিশ্চিত হওয়া গেছে। ফোনে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। তার সম্ভাব্য গন্তব্য দুবাই বলেই জানা গেছে।

এদিকে গতকাল রাতে নিজেদের কোটার ৫ কাউন্সিলরের মধ্যে একজনকে সরিয়ে আমিনুলকে মনোনীত করে এনএসসি। এই চিঠি পাওয়ার পর রাতেই ‘রিকোজিশন’ বোর্ড মিটিং করে আমিনুলের কাউন্সিলশিপের অনুমোদন দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সক্রিয় পরিচালকরা, যারা ফারুকের ওপর অনাস্থা জানিয়েছিলেন।

তাদের একজন বলেন, ‘আমরা এনএসসির চিঠি পাওয়ার পরেই গতকাল রাতে একটি রিকোজিশন বোর্ড মিটিং ডাকি। সেখানে বুলবুলের (আমিনুল) কাউন্সিলরশিপের অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে সদ্য সবেক সভাপতি ফারুক পদ হারিয়ে আইসিসিতে নালিশ করেছেন। এমনকি আইনি পথে হাঁটার কথাও জানিয়েছেন তিনি। 

আরএস/

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন