Logo
Logo
×

খেলা

মেসি-সুয়ারেজের বড় ঘোষণা, আনছেন নতুন ক্লাব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০২:৪৭ পিএম

মেসি-সুয়ারেজের বড় ঘোষণা, আনছেন নতুন ক্লাব

ছবি : সংগৃহীত

বার্সেলোনায় নিজেদের ও ক্লাবের সোনালী সময়টা একসঙ্গে কাটিয়েছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। বর্তমানে ২ জন খেলছেন আমেরিকান মেজর লীগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। এবার এই দুই বন্ধু মিলে সুয়ারেজের দেশ উরুগুয়েতে নতুন ফুটবল ক্লাব খুলেছেন। এক ভিডিও বার্তায় এই তথ্য জানান আর্জেন্টিনা ও উরুগুয়ের এই দুই মহাতারকা। 

মেসি-সুয়ারেজের ক্লাবটির নাম ‘দেপোর্তিভো এলএসএম’। ক্লাবটির পুরনো নাম ছিল ‘দেপোর্তিভো এলএস’। ২০১৮তে সুয়ারেজ নিজ দেশের সিউদাদ দে লা কস্তা শহরে এর প্রতিষ্ঠা করেন। তার লক্ষ্য ছিল স্থানীয় প্রতিভা তুলে আনা এবং সমাজে অবদান রাখা। প্রকাশিত সেই ভিডিও বার্তায় নতুন নামকরণের কথা জানান ৩৮ বছর বয়সী সুয়ারেজ, যেখানে ‘এম’ এসেছে আর্জেন্টাইন অধিনায়ক মেসির নামের প্রতি সম্মান জানিয়ে।

সুয়ারেজ বলেন, ‘দেপোর্তিভো এলএস ছিল আমাদের পরিবারের স্বপ্ন, যা শুরু হয় ২০১৮তে। আমাদের এখন ৩ হাজারের বেশি সদস্য ও উন্নত অবকাঠামো রয়েছে। এই কারণে ক্লাবটিকে যুব ও পেশাদার দুই স্তরেই উরুগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশনের (এইউএফ) কাঠামোতে আনছি।’ 

একই ভিডিওতে কৃতজ্ঞতা প্রকাশ করে মেসি বলেন, ‘এমন একটি প্রকল্পে আমাকে যুক্ত করার জন্য আমি লুইসকে ধন্যবাদ জানাতে চাই, যা সে অনেক বছর ধরে গড়ে তুলেছে এবং আজ এতটা বিস্তৃতি হয়েছে। আশা করি, এর অগ্রগতিতে আমার পক্ষ থেকেও যথাসম্ভব অবদান রাখতে পারব এবং সবসময় তার পাশে থাকতে পারব।’ জানা গেছে, অনুশীলনের জন্য লুইস সুয়ারেজ কমপ্লেক্স ব্যবহার করবে দেপোর্তিভো এমএলএস ক্লাব। এটি ২০ একর জায়গা নিয়ে অবস্থিত, আছে টার্ফ স্টেডিয়াম। আপাতত সেখানে দর্শক ধারণক্ষমতা ১৪০০। এছাড়া রয়েছে সেভেন-এ-সাইড পিচ ও ৬২০ দর্শকের জন্য আলাদা কক্ষ। 

মেসি ও সুয়ারেজের বন্ধুত্বের শুরুটা বার্সেলোনায়। ২০১৪ থেকে ২০২০ পর্যন্ত মাঠে ও মাঠের বাইরে গড়ে তোলেন অসাধারণ এক জুটি। ৬ বছরে দু’জন একসঙ্গে জিতেছেন ১৩টি বড় শিরোপা, যার মধ্যে রয়েছে একটি চ্যাম্পিয়ন্স লিগ, চারটি লা লিগা ও চারটি কোপা দেল রে।

আরএস/

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন