Logo
Logo
×

খেলা

এশিয়া কাপ থেকে সরে দাঁড়াচ্ছে ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৫, ১২:০৬ পিএম

এশিয়া কাপ থেকে সরে দাঁড়াচ্ছে ভারত

ছবি : সংগৃহীত

পাকিস্তান ও ভারতের সামরিক উত্তেজনার পর থেকেই এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এবার সেটাই বাস্তবে রূপ নিচ্ছে, ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী আসন্ন এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে ভারত।  

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, পুরুষদের এশিয়া কাপের পাশাপাশি নারী ইমার্জিং এশিয়া কাপ থেকেও নিজেদের সরিয়ে নিচ্ছে ভারত।  

ভারতের গণমাধ্যমগুলো বলছে, পাকিস্তানি মন্ত্রী মহসিন নাকভি বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান পদে আছেন, যা ভারতের জন্য গ্রহণযোগ্য নয়। বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, "আমরা এমন একটি টুর্নামেন্টে অংশ নিতে পারি না, যেখানে আয়োজক এসিসি এবং এর প্রধান একজন পাকিস্তানি মন্ত্রী। এটি দেশের আবেগের সঙ্গে জড়িত। তাই এসিসিকে মৌখিকভাবে জানিয়ে দিয়েছি, আমরা আসন্ন নারী ইমার্জিং এশিয়া কাপ এবং ভবিষ্যতে এসিসির অন্যান্য ইভেন্টে অংশ নেব না।"  

নারী ইমার্জিং এশিয়া কাপ থেকে ভারত সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত হলেও পুরুষদের এশিয়া কাপ থেকেও ভারতের নাম প্রত্যাহারের সম্ভাবনা রয়েছে।  

এশিয়া কাপ থেকে ভারতের সরে দাঁড়ানোর ফলে ২০২৫ সালের আসরের আয়োজন নিয়ে সংকট দেখা দিয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, ভারতই ছিল আয়োজক দেশ। তবে তারা আয়োজক হিসেবে দায়িত্ব থেকে সরে গেলে এসিসিকে নতুন ভেন্যু খুঁজতে হবে।  

  

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন