Logo
Logo
×

খেলা

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৫, ০৪:৫২ পিএম

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৩৪ রানের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগার তরুণরা।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ সংগ্রহ করে ২২৫ রান। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংস গুটিয়ে যায় ১৯১ রানে।

ম্যাচে বড় অবদান রাখেন বাংলাদেশের স্পিনাররা। বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান একাই শিকার করেন ৪টি উইকেট, আর মাহফুজুর রহমান রাব্বি ও শেখ মেহেদী হাসান ওয়াসি দখল করেন দুটি করে উইকেট। প্রোটিয়া ব্যাটারদের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন তায়ান ভ্যান বোরেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওপেনার মাহফিজুল ইসলাম রবিন করেন ২৬ রান, আর তার সঙ্গী চৌধুরি মোহাম্মদ রিজওয়ান আউট হন শূন্য রানে। মিডল অর্ডারেও ধস নামে—রায়ান রাফসান ১৯, আরিফুল ইসলাম ব্যর্থ, আকবর আলি কিছুটা প্রতিরোধ গড়েও থেমে যান ৩৮ রানে।

১২৮ রানে ৮ উইকেট হারানো অবস্থায় রাব্বি ও রাকিবুল মিলে দলের হাল ধরেন। দুজনের দৃঢ়তায় গড়ে ওঠে ৮৪ রানের মূল্যবান জুটি। রাকিবুল ৪২ রান করে ফিরলেও রাব্বি তুলে নেন ব্যক্তিগত অর্ধ-শতক এবং থামেন ৫৮ রানে। তাঁদের জুটিতেই দল গড়পড়তা সংগ্রহ ২২৫ রান তুলতে সক্ষম হয়।

শেষ ম্যাচে এই জয় নিশ্চিত করে বাংলাদেশ ইমার্জিং দলের সিরিজ জয়, যা তরুণদের আত্মবিশ্বাসে নতুন মাত্রা যোগ করবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন