Logo
Logo
×

খেলা

আইপিএলে অবিক্রিত থেকে ৬ কোটিতে দিল্লিতে মুস্তাফিজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৫, ০৬:৫৮ পিএম

আইপিএলে অবিক্রিত থেকে ৬ কোটিতে দিল্লিতে মুস্তাফিজ

৬ কোটিতে দিল্লিতে মুস্তাফিজ

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মেগা নিলামে অবিক্রিত ছিলেন মুস্তাফিজুর রহমান। তবে আসরের মাঝপথে বদলে গেল তার ভাগ্য। ৬ কোটি ভারতীয় রুপিতে টাইগার এই পেসারকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।

নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। নিলামে আগ্রহ না দেখালেও পরবর্তীতে চুক্তিতে তাকে নেওয়ার ফলে বর্তমানে আইপিএলে বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার এখন মুস্তাফিজ।

দিল্লি ক্যাপিটালস সাময়িক বিকল্প হিসেবে মুস্তাফিজকে দলে নিয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী, চলমান আসরের বাইরে তাকে ধরে রাখতে পারবে না ফ্র্যাঞ্চাইজিটি। ফলে মুস্তাফিজ কেবল এই মৌসুমের বাকি ম্যাচগুলোই খেলবেন।

মূলত অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের পরিবর্তে মুস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। নিরাপত্তাজনিত কারণে আইপিএলের বাকি অংশে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন ম্যাকগার্ক। ভারত-পাকিস্তানের সামরিক উত্তেজনার প্রেক্ষিতে আইপিএল এক সপ্তাহ স্থগিত থাকার পর ফের মাঠে ফিরছে ১৭ মে থেকে। আর ১৮ মে মুস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হবে গুজরাট টাইটান্সের।

আইপিএলের একাধিক দলে খেলার অভিজ্ঞতা আছে মুস্তাফিজের। সাতটি মৌসুমে অংশ নিয়ে সর্বশেষ চেন্নাই সুপার কিংসের হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন। ২০১৬ সালে অভিষেক মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দারুণ পারফর্ম করে ১৭ উইকেট শিকার করেন মাত্র ৬.৯০ ইকোনমি রেটে, অর্জন করেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার—যা এখনো পর্যন্ত একমাত্র বিদেশি খেলোয়াড় হিসেবে তারই প্রাপ্তি।

তবে আইপিএলে অংশ নিতে হলে মুস্তাফিজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে এনওসি নিতে হবে। কারণ, একই সময়ে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একটি টি-টোয়েন্টি সিরিজ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস বলেন, “এখনো পর্যন্ত কেউ এনওসির জন্য আবেদন করেনি। দিল্লি তাদের পেজে ঘোষণা দিলেও আমাদের কাছে কোনো আনুষ্ঠানিক আবেদন আসেনি। হয়তো খেলোয়াড়ের সঙ্গে আগেই কথা বলে নিয়েছে।”

মুস্তাফিজের এনওসি পাওয়া এখনো অনিশ্চিত থাকলেও, দিল্লির স্কোয়াডে তার অন্তর্ভুক্তি এবারের আইপিএলে নতুন উত্তেজনা যোগ করেছে নিঃসন্দেহে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন