Logo
Logo
×

খেলা

প্রিমিয়ার লিগের মৌসুমসেরা কোচ পেপ গার্দিওলা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৪, ০৪:৫৭ পিএম

প্রিমিয়ার লিগের মৌসুমসেরা কোচ পেপ গার্দিওলা

ইংলিশ প্রিমিয়ার লিগের এই মৌসুমের সেরা কোচ নির্বাচিত হয়েছেন পেপ গার্দিওলা।

ইংলিশ প্রিমিয়ার লিগের এই মৌসুমের সেরা কোচ নির্বাচিত হয়েছেন পেপ গার্দিওলা। পঞ্চমবারের মতো এই স্বীকৃতি পেয়েছেন ম্যানচেস্টার সিটি কোচ গার্দিওলা।

আর্সেনালের মিকেল আরতেতা, লিভারপুলের সদ্য বিদায়ী কোচ ইয়ুর্গেন ক্লপ, অ্যাস্টন ভিলার উনাই এমেরি ও বোর্নমাউথ কোচ আন্দোনি ইরাওলাকে পেছনে ফেলে সেরার পুরস্কার জিতেছেন গার্দিওলা। সদ্য সমাপ্ত ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলেছে ম্যানচেস্টার সিটি। এ নিয়ে ইতিহাসে একমাত্র দল হিসেবে টানা চতুর্থ শিরোপা জিতেছে ম্যানসিটি। দলের দুর্দান্ত সাফল্যের পেছনে অন্যতম কারিগর কোচ পেপ গার্দিওলা। এবার স্বীকৃতি হিসেবে টানা দ্বিতীয়বারের মতো প্রিমিয়ার লিগের সেরা কোচের খেতাব জিতলেন তিনি।

৫৩ বছর বয়সী এই স্প্যানিশ কোচ উচ্ছ্বসিত হয়ে বলেন, টানা চারটি লিগ জয় আমার ক্যারিয়ারের সবচেয়ে গৌরবময় অর্জন। এটা বিশ্বের সবচেয়ে কঠিন লিগ। অসাধারণ এক দল ফুটবলার ও দারুণ সাপোর্ট স্টাফদের সঙ্গে দিনের পর দিন কাজ করতে পেরে আমি দারুণ গর্বিত। সব বিভাগেই এই ক্লাবের মানুষগুলোর কঠোর পরিশ্রম ও উৎকর্ষই ফুটে উঠছে আমার এই স্বীকৃতিতে।

গার্দিওলার অধীন মোট ছয়বার লিগ শিরোপা জিতেছে সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে স্যার অ্যালেক্স ফার্গুসনের পর দ্বিতীয় সর্বোচ্চ ট্রফি এখন গার্দিওলারই। মৌসুমের সেরা কোচের কীর্তিতেও গার্দিওলার ওপরে শুধু ফার্গুসন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন