Logo
Logo
×

খেলা

শেষ ওভারে রোমাঞ্চ, ১৪ রানে জিতে ধবলধোলাই এড়াল বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৫, ০৫:৫৭ পিএম

শেষ ওভারে রোমাঞ্চ, ১৪ রানে জিতে ধবলধোলাই এড়াল বাংলাদেশ

ছবি : সংগৃহীত

ওয়ানডে সিরিজ আগেই হাতছাড়া হয়েছিল। তাই তৃতীয় ও শেষ ম্যাচটি ছিল সম্মান রক্ষার লড়াই। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দল। ১৪ রানের রোমাঞ্চকর জয় তুলে নিয়ে সিরিজে ধবলধোলাই এড়িয়েছে স্বাগতিকরা।

দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল ২৫৪ রানের লক্ষ্য তাড়ায় ভালো শুরু করলেও শেষ ওভারে এসে লড়াই জমে ওঠে। ৪৯তম ওভারে ৯ উইকেটে ২৩৬ রান নিয়ে ব্যাট করতে নামে সফরকারীরা। জয়ের জন্য প্রয়োজন ছিল ১৮ রান, হাতে মাত্র ১ উইকেট। ফারজানা ইয়াসমিন প্রথম তিন বল থেকে দেন মাত্র ৩ রান। চতুর্থ বলে লিসা মোনালিসা লেগোদিকে আউট করে ম্যাচের সমাপ্তি ঘটান তিনি।

এর আগে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার নিকোলে ক্লেয়ার ডি ক্লার্ক (৪২) ও সিমওয়ান লওরেন্স (৬৮) শক্ত ভিত গড়ে দিয়েছিলেন। কিন্তু উদ্বোধনী জুটি ভাঙতেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ ধস নামে। শেষদিকে এলিজ মারি মার্ক্স (৩৪) ও ফায়ে টিউনিক্লিফের ৬৩ রানের জুটিতে ম্যাচে ফেরার চেষ্টা করে সফরকারীরা। কিন্তু ফুয়ারা বেগমের হাতে মার্ক্সের বিদায়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি।

দক্ষিণ আফ্রিকা সবকটি উইকেট হারিয়ে ৪৯.৩ ওভারে গুটিয়ে যায় ২৩৯ রানে। বাংলাদেশের স্বর্ণা আক্তার ৩টি, সাবিকুন নাহার ২টি এবং ফুয়ারা, ফারজানা, আনিসা আকতার সুবা ও ইশমা তানজিম ১টি করে উইকেট শিকার করেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৩ রান তোলে স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন ইশমা তানজিম, ৮৩ বলের ইনিংসে হাঁকান ৬টি চার। দক্ষিণ আফ্রিকার হয়ে কিগোমোতসো রাপু ও ডেলমারি টাকার ২টি করে উইকেট নেন।

বাংলাদেশের জন্য ছিল আত্মবিশ্বাস ফেরানোর লড়াই, এবং সেটাই সফলভাবে করেছে শারমিন সুলতানার দল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন