Logo
Logo
×

খেলা

ইনিংস ব্যবধানে জিতে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০৬:২৪ পিএম

ইনিংস ব্যবধানে জিতে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ছবি : সংগৃহীত

সিলেটে প্রথম টেস্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিম্বাবুয়ের কাছে ৩ উইকেটে হেরে সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় টেস্টেই জ্বলে উঠেছে টাইগাররা। চট্টগ্রামে দুর্দান্ত পারফরম্যান্সে সফরকারী জিম্বাবুয়েকে মাত্র তিন দিনেই এক ইনিংস ও ১০৬ রানে হারিয়েছে শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। দীর্ঘ ছয় টেস্ট পর ঘরের মাঠে জয় ফিরেছে টাইগারদের ঘরে।

জিম্বাবুয়ের ২২৭ রানের জবাবে প্রথম ইনিংসে সাদমান ইসলাম (১২০) ও মেহেদী হাসান মিরাজ (১০৪)-এর সেঞ্চুরিতে বাংলাদেশ তোলে ৪৪৪ রান। এতে ২১৭ রানের লিড নেয় স্বাগতিকরা।

দ্বিতীয় ইনিংসে বল হাতে ঝড় তোলেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

তাইজুলের প্রথম ওভারেই জোড়া আঘাতের পর মিরাজের স্পিনে ধসে পড়ে জিম্বাবুয়ে। মিরাজ ৫ উইকেট নেন মাত্র ৩২ রানে। তাইজুল ৩ উইকেট আর নাঈম হাসান নেন ১ উইকেট। জিম্বাবুয়ে গুটিয়ে যায় মাত্র ১১১ রানে।

জিম্বাবুয়ের হয়ে বেন কারেন একমাত্র উল্লেখযোগ্য ইনিংস খেলেন—১০৩ বলে ৪৬ রান।

অন্যদিকে, বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট হাতে ছিল দারুণ দৃঢ়। মিরাজ ও তাইজুলের অষ্টম উইকেট জুটিতে আসে ৬৩ রান। এরপর নবম উইকেটে মিরাজ ও তানজিম সাকিব যোগ করেন আরও ৯৬ রান।

মিরাজ ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন চট্টগ্রামেই, ঠিক যেমন করেছিলেন প্রথমবার ২০২১ সালে।

জিম্বাবুয়ের হয়ে বল হাতে ভিনসেন্ট মাসেকেসা ৫ উইকেট পেলেও ম্যাচে লড়াই জমাতে পারেনি দলটি।

শেষ মুহূর্তে রানআউটের মাধ্যমে জিম্বাবুয়ের ইনিংস শেষ হয়। মুমিনুল হকের সরাসরি থ্রোয়ে আউট হন ভিনসেন্ট মাসেকেসা।

দ্বিতীয় টেস্টে এমন অসাধারণ জয়ে সমালোচকদের মুখে জবাব দিল টাইগাররা, আর দেখাল—ঠিকঠাক ছন্দে ফিরলে তারা যেকোনো দলের জন্যই হুমকি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন