Logo
Logo
×

খেলা

চট্টগ্রামে সিরিজ বাঁচানোর মিশনে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১০:২৬ এএম

চট্টগ্রামে সিরিজ বাঁচানোর মিশনে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

ছবি : সংগৃহীত

চট্টগ্রামে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। তবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস ভাগ্য পাশে পেলেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন।

সিরিজ বাঁচাতে দল বদল আসবে, তা অনুমিতই ছিল। ওপেনারদের ধারাবাহিক ব্যর্থতার পর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ফর্মে থাকা এনামুল হক বিজয়কে উড়িয়ে আনা হয় টেস্ট দলে। অবশেষে চট্টগ্রামে সুযোগ পেলেন এই অভিজ্ঞ ব্যাটার। অভিষেক হলো পেসার তানজিম হাসান সাকিবেরও, যিনি সাদা বলের ক্রিকেটে নিয়মিত মুখ। স্পিন আক্রমণে জায়গা করে নিয়েছেন নাইম হাসান।

প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয়, নাহিদ রানা এবং খালেদ আহমেদ। যদিও নাহিদ রানা দ্বিতীয় টেস্টের জন্য বিবেচনায় ছিলেন না।

অপরদিকে, পরিবর্তন এসেছে জিম্বাবুয়ে দলে। ভিনসেন্ট মাসেকেরা অভিষেক করছেন টেস্টে, আর নতুন মুখ হিসেবে দলে যোগ দিয়েছেন তাফাদজোয়া টিসিগা। বাদ পড়েছেন মায়াভো ও নিয়াউচি।

এক নজরে দুই দলের একাদশ:

বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাইম হাসান।

জিম্বাবুয়ে: ব্রায়ান বেনেট, বেন কারান, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেরা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, তাফাদজোয়া টিসিগা, নিকোলাস রয় ওয়েলচ ও শন উইলিয়ামস।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন