Logo
Logo
×

খেলা

আবারও শাস্তির মুখে মোহামেডান অধিনায়ক হৃদয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১১:৫৭ পিএম

আবারও শাস্তির মুখে মোহামেডান অধিনায়ক হৃদয়

তাওহীদ হৃদয়

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলমান আসরে আচরণবিধি লঙ্ঘন করায় আবারও শাস্তির মুখে পড়লেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তাওহীদ হৃদয়।

শনিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে আউট হওয়ার পরও মাঠ না ছাড়ায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং নামের পাশে যোগ হয়েছে আরেকটি ডিমেরিট পয়েন্ট।

ওয়াসি সিদ্দিকীর ডেলিভারিতে ক্যাচ আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে কিছুক্ষণ উইকেটে দাঁড়িয়ে থাকেন হৃদয়। যদিও প্রতিপক্ষ খেলোয়াড়রা তখন উদযাপন শুরু করে দেয়। আইসিসির আচরণবিধি অনুযায়ী, আউট হওয়ার পর মাঠ না ছাড়াকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়।

এ ঘটনায় তার মোট ডিমেরিট পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮-এ। নিয়ম অনুযায়ী, ৮ থেকে ১১ ডিমেরিট পয়েন্ট অর্জিত হলে খেলোয়াড়কে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। ফলে আবাহনীর বিপক্ষে আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচে হৃদয়ের অংশগ্রহণ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। যদিও এই নিষেধাজ্ঞা এ মৌসুমেই কার্যকর হবে কিনা, তা এখনও নিশ্চিত করা হয়নি। তবে মোহামেডানের জন্য এটি নিঃসন্দেহে বড় একটি ধাক্কা হতে যাচ্ছে।

এর আগে ডিপিএলে হৃদয়ের নিষেধাজ্ঞা নিয়েও কম নাটক হয়নি। প্রথমে তাকে নিষিদ্ধ করা হলেও পরে শাস্তি কমিয়ে এক বছরের জন্য স্থগিত রাখা হয়, যার পেছনে ছিল নানা পর্যায়ের চাপ ও আলোচনা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন