Logo
Logo
×

খেলা

এইচপি ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেলেন রাজিন সালেহ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১২:০৯ এএম

এইচপি ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেলেন রাজিন সালেহ

রাজিন সালেহ

দক্ষিণ আফ্রিকা হাই-পারফরম্যান্স (এইচপি) দলের আসন্ন বাংলাদেশ সফরের আগে নিজেদের প্রস্তুতি জোরদার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যেই কোচিং স্টাফদের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্ত করেছে বোর্ড। নতুন করে এই তালিকায় যুক্ত হলেন সাবেক জাতীয় দলের ক্রিকেটার রাজিন সালেহ, যিনি ব্যাটিং কোচের দায়িত্বে নিযুক্ত হয়েছেন।

প্রধান কোচ হিসেবে ডেভিড হেম্প এবং পেস বোলিং কোচ হিসেবে কলি কলিমোরের নাম আগেই ঘোষণা করা হয়েছিল। স্পিন বিভাগে কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আরশাদ খান। ব্যাটিং কোচ হিসেবে কে আসছেন—রাজিন সালেহ না হান্নান সরকার—তা নিয়ে ছিল দীর্ঘদিন আলোচনা। অবশেষে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পাচ্ছেন রাজিন সালেহ।

আগামী ২৮ এপ্রিল এইচপি ইউনিটের চেয়ারম্যান মাহবুবুল আনাম কোচিং স্টাফদের সঙ্গে একটি বৈঠকে বসবেন বলে জানা গেছে। দক্ষিণ আফ্রিকা এইচপি দলের বিপক্ষে সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে ৪ মে থেকে শুরু হবে অনুশীলন। সেই অনুশীলনে সিরিজের জন্য নির্বাচিত খেলোয়াড়রাও অংশ নেবেন। সিরিজ শেষে ১০ জুন থেকে পূর্ণাঙ্গ এইচপি ক্যাম্প শুরু হবে, যা সারা বছরব্যাপী চলবে।

উল্লেখ্য, রাজিন সালেহ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে (ডিপিএল, বিপিএল, এনসিএল) নিয়মিত কোচিং করিয়ে আসছেন। এর আগেও তিনি এইচপি দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন। এমনকি এক সময় জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্বও পালন করেছেন এই অভিজ্ঞ ক্রিকেট ব্যক্তিত্ব।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন