Logo
Logo
×

খেলা

ঘরোয়া ক্রিকেটে টেকনিক্যাল কমিটির দায়িত্ব নিচ্ছেন ফাহিম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০২:১৩ এএম

ঘরোয়া ক্রিকেটে টেকনিক্যাল কমিটির দায়িত্ব নিচ্ছেন ফাহিম

বিসিবি পরিচালক ও অভিজ্ঞ কোচ নাজমুল আবেদীন ফাহিম

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলমান মৌসুমে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) টেকনিক্যাল কমিটির প্রধানের দায়িত্ব পালন করছিলেন সাবেক ক্রিকেটার এনামুল হক মনি। তবে কিছুদিন আগে তিনি পদত্যাগ করেন। তার শূন্যস্থান পূরণে এবার দায়িত্ব নিতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অভিজ্ঞ কোচ নাজমুল আবেদীন ফাহিম। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।

বুধবার গণমাধ্যমকে তিনি বলেন, "এনামুল হক মনি পদত্যাগ করায় আমাদের একজন নতুন কনভেনার দরকার ছিল। সিসিডিএমের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ফাহিম ভাই টেকনিক্যাল কমিটির দায়িত্ব পালন করবেন।"

এদিকে সম্প্রতি আম্পায়ারদের অসন্তুষ্টির বিষয়ে আলোচনায় এসেছে বিসিবি। বিশেষ করে আম্পায়ার সৈকতের পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে মিঠু বলেন, "পদত্যাগের কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সৈকতসহ কয়েকজন আম্পায়ার কিছু ঘটনায় অসন্তুষ্ট ছিল, এজন্য আমরা তাদের ডেকে কথা বলেছি। বোর্ডের অবস্থান পরিষ্কার—শৃঙ্খলার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা সিসিডিএমের গঠিত নিয়মের আওতায় থেকেই সিদ্ধান্ত নেব।"

উল্লেখ্য, ১২ এপ্রিল আবাহনীর বিপক্ষে এক ম্যাচে আম্পায়ারের সঙ্গে অসদাচরণ ও ম্যাচ পরবর্তী সমালোচনার জন্য তাওহীদ হৃদয়কে এক ম্যাচ নিষিদ্ধ করে সিসিডিএম। একইসঙ্গে তাকে ৮০ হাজার টাকা জরিমানা ও চারটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। পরে শাস্তি আরও এক ম্যাচ বাড়ানো হলেও তা আবার কমিয়ে এক ম্যাচেই সীমাবদ্ধ করা হয়। এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন আম্পায়ার সৈকত, যা ঘরোয়া ক্রিকেটে নতুন করে আলোচনার জন্ম দেয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন