ছবি : সংগৃহীত
সিলেট টেস্টে ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশকে টানার চেষ্টা করেছিলেন জাকের আলী অনিক। ৭ উইকেটে ২১৩ রানে দাঁড়িয়ে থাকা দলের হয়ে লিড বাড়ানোর সংগ্রামে ফিফটি করেন তিনি। তাকে কিছুটা সঙ্গ দেন হাসান মাহমুদ। তবে দুজনের ৩১ রানের জুটি ভাঙতেই ফের গুটিয়ে যায় ইনিংস।
জাকেরের ৫৮ রানের সাহসী ইনিংস সত্ত্বেও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ থামে ২৫৫ রানে। ফলে প্রথম ইনিংসে ৮২ রানে পিছিয়ে থেকে বাংলাদেশের লিড দাঁড়ায় মাত্র ১৭৩ রানের। এতে জয়ের জন্য জিম্বাবুয়ের লক্ষ্য ১৭৪ রান।
চতুর্থ দিনের খেলা শুরু হয় বৃষ্টির দেরিতে। আগের দিনের ৬০ রান নিয়ে নামা অধিনায়ক শান্ত দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন। এরপর মিরাজ, তাইজুল, হাসান, খালেদ এবং শেষ পর্যন্ত জাকেরও ফেরেন দ্রুত সময়ের মধ্যে।
প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ১৯১ রান, জবাবে জিম্বাবুয়ে তোলে ২৭৩। এখন ম্যাচ জয়ের জন্য প্রয়োজন কেবল ১৭৪ রান—যা তাদের জন্য সহজ চ্যালেঞ্জ বলেই মনে হচ্ছে।



