Logo
Logo
×

খেলা

যে আক্ষেপ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান মোহাম্মদ আমির

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১২:২৬ এএম

যে আক্ষেপ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান মোহাম্মদ আমির

বাঁহাতি গতিময় পেসার মোহাম্মদ আমির

পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের আন্তর্জাতিক ক্যারিয়ারটা যেন নাটকীয়তায় ভরপুর এক সিনেমা। দুর্দান্ত প্রতিভা নিয়ে যাত্রা শুরু করলেও স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে ছিটকে যান ক্রিকেট দুনিয়া থেকে। সেখান থেকে ফিরে আবারও জাতীয় দলের হয়ে খেলেন, তবে হঠাৎ করেই অবসর নেন। এরপর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ফেরেন আন্তর্জাতিক আঙিনায়, কিন্তু সেই প্রত্যাবর্তন দীর্ঘস্থায়ী হয়নি। বিশ্বকাপের পর আবারও চুপিসারে অবসরের ঘোষণা দেন এই বাঁহাতি গতিময় পেসার। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই সিদ্ধান্তের পেছনের কারণ নিয়ে মুখ খুলেছেন তিনি।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলার ফাঁকে এক স্থানীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আমির জানান, বিশ্বকাপ শেষ হতেই জাতীয় দলের কেউ তার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। সে সময়ের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “বিশ্বকাপ শেষ হওয়ার পর আমি দেখলাম কেউই আমার সঙ্গে কথা বলছে না। কেউ জানায়নি আমি ভবিষ্যতের পরিকল্পনায় আছি কি না। একজন সচেতন ক্রিকেটার হিসেবে এসব ইঙ্গিত বুঝে নেওয়াই স্বাভাবিক। যখন বুঝলাম আমি আর কাউকে দরকারি মনে হচ্ছি না, তখন নিজের সিদ্ধান্ত নিজেই নিতে হয়েছে।”

তাঁর দ্বিতীয় অবসর ছিল হতাশা আর অবহেলার ফল। জাতীয় দলের স্বার্থে বড় অঙ্কের কাউন্টি চুক্তিও ত্যাগ করেছিলেন তিনি। আমির বলেন, “আমি যা ঠিক মনে করেছি, সেটাই করেছি। ইংল্যান্ডের কাউন্টি লিগে ভালো চুক্তি ছিল, তা বাতিল করে পাকিস্তানের হয়ে বিশ্বকাপ খেলতে এসেছি। আমার আয় যেটা হতে পারত, তার চেয়ে অনেক কমে খেলেছি। এমনকি আমার ব্যক্তিগত প্রশিক্ষকসহ বিমানের খরচও নিজের পকেট থেকে দিতে হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত এমন ব্যবহার পেয়ে মনে হয়েছে, সবকিছুই যেন বৃথা।”

এদিকে বাবর আজমের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও কথা বলেছেন আমির। পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটার হিসেবে বাবরের প্রশংসা করলেও, তার টেকনিক্যাল সমস্যার কথাও তুলে ধরেছেন তিনি। আমির বলেন, “বাবর এখনও পাকিস্তানের সবচেয়ে প্রতিভাবান ব্যাটারদের একজন, তবে বর্তমানে সে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমি লক্ষ্য করেছি, সে বল খেলতে দেরি করছে, যার ফলে ভুল শট নিচ্ছে। এটি তার আত্মবিশ্বাসেও প্রভাব ফেলছে।”

সম্প্রতি পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচে বাবর আজমকে আউট করে উল্লাসে ফেটে পড়েন আমির। ম্যাচের আবেগপূর্ণ সেই মুহূর্ত নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “মাঠে প্রতিপক্ষ বলতে কিছু নেই, সব খেলোয়াড়ই প্রতিদ্বন্দ্বী। ব্যাটার যদি আমার প্রথম বলেই চার মারে, আমি গিয়ে তাকে আলিঙ্গন করব না। আমি অবশ্যই তার মনোযোগ নষ্ট করার চেষ্টা করব। এটাও খেলার কৌশলের অংশ। আমি যদি কোনো সীমা লঙ্ঘন করি, আম্পায়ারদের সেটার বিচার করার দায়িত্ব আছে। ওরা যদি কিছু না বলে, বুঝে নিতে হবে আমি সীমার মধ্যেই ছিলাম।”

সবশেষে আমির বলেন, ক্রিকেট এখন আগ্রাসী মেজাজের খেলা, যা খেলাটিকে আরও রোমাঞ্চকর করে তোলে। “মানসিকভাবে তীক্ষ্ণ থাকা, প্রতিপক্ষকে চাপে রাখা—এগুলো মাঠের খেলারই অংশ। এর মানে এই নয় যে আপনি কাউকে অসম্মান করছেন। মাঠের বাইরে আবার সব খেলোয়াড়ই বন্ধু, আড্ডা হয়, মজা হয়। খেলার মধ্যে সেই চ্যালেঞ্জটাই আলাদা আকর্ষণ এনে দেয়।”

মোহাম্মদ আমির পাকিস্তানের হয়ে ১৫৯টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে ২৭১টি উইকেট সংগ্রহ করেছেন। তাঁর ক্যারিয়ার যেমন রঙিন, তেমনি বিষাদেরও ছায়া প্রবল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন